নিজস্ব প্রতিবেদন: অল্প বয়সে বিনিয়োগ নিশ্চিত করলে আপনি ভাল রিটার্ন পাওয়ার অবস্থায় থাকবেন। সেই সঙ্গে একটি সুশৃঙ্খল পদ্ধতিতে বিনিয়োগ প্রয়োজন।
বিনিয়োগের এই পথ যা রিটার্ন নিশ্চিত করে তা হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) স্কিম। পিপিএফ স্কিম ১৯৬৮ সালে ন্যাশনাল সেভিংস অর্গানাইজেশন কর্তৃক প্রবর্তিত হয়েছিল। যার লক্ষ্য ছিল ক্ষুদ্র সঞ্চয়কে লাভজনক বিনিয়োগের বিকল্প হিসেবে গড়ে তোলা। আপনি যদি আপনার মেয়াদ বুদ্ধিমত্তার সঙ্গে বেছে নেন, তবে দীর্ঘমেয়াদে পিপিএফ খুব ভাল রিটার্ন দেবে।
আপনি যদি পাবলিক প্রভিডেন্ট ফান্ডে মাসে এক হাজার টাকাও বিনিয়োগ করেন, তাহলে আপনাকে দীর্ঘমেয়াদে লাখ লাখ টাকা ফেরত দেবে। পিপিএফ -এ প্রতি মাসে অল্প পরিমাণে অর্থাৎ ১০০০ টাকা বিনিয়োগ করে আপনি কীভাবে আনুমানিক ২৬ লক্ষ টাকার বেশি পেতে পারেন।
পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বর্তমানে ৭.১ শতাংশ সুদের হার। বর্তমানে পিপিএফ অ্যাকাউন্টে প্রতিবছর ন্যূনতম ৫০০ টাকা এবং সর্বাধিক ১.৫ লক্ষ টাকা জমা করা যেতে পারে। ১২টি লেনদেনের মধ্যে আমানত সর্বাধিক করা যেতে পারে।
একটি পিপিএফ অ্যাকাউন্ট ১৫ বছরের মধ্যে ম্যাচুয়োর হয়, তারপরে আপনি হয় সব অর্থ তুলতে পারেন বা পিপিএফ অ্যাকাউন্টটি ৫ বছরের জন্য বাড়িয়ে দিতে পারেন।
আরও পড়ুন, Gold Price Today: পুজোর বাজারে সোনার দামও খানিকটা ঊর্ধ্বমুখী, কত দাম জেনে নিন
নিচের হিসেবটি দেখে নিন:
১. প্রথম ১৫ বছরের জন্য বিনিয়োগ
আপনি যদি ১৫ বছর ধরে প্রতি মাসে ১০০০ টাকা জমা করতে থাকেন, তাহলে আপনি ১.৮০ লক্ষ টাকা জমা করবেন। উল্লেখ্য, আপনি ১৫ বছর পরে ৩.২৫ লক্ষ টাকা পাবেন। এই ৭.১ শতাংশ হারে আপনার ইন্টারেস্ট হবে ১.৪৫ লক্ষ টাকা।
২. পিপিএফ ৫ বছরের জন্য বর্ধিত
এখন আপনি পিপিএফ ৫ বছরের জন্য বাড়ান এবং প্রতি মাসে ১০০ টাকা বিনিয়োগ করতে থাকেন, তাহলে ৫ বছর পরে ৩.২৫ লক্ষ টাকার পরিমাণ বাড়বে ৫.৩২ লক্ষ টাকা।
3. পিপিএফ আবার ৫ বছরের জন্য দ্বিতীয়বার বাড়ানো হয়েছে
৫ বছর পর যদি আপনি আবার ৫ বছর পিপিএফ চালিয়ে যান এবং ১০০ টাকা বিনিয়োগ করতে থাকেন, তাহলে পরবর্তী ৫ বছর পরে, আপনার পিপিএফ অ্যাকাউন্টে টাকা ৮.২৪ লক্ষ টাকা বেড়ে যাবে।
৪. পিপিএফ তৃতীয়বার ৫ বছরের জন্য বাড়ানো হয়েছে
যদি আপনি এই পিপিএফ অ্যাকাউন্টটি তৃতীয়বার ৫ বছরের জন্য বাড়িয়ে দেন এবং ১০০ টাকা বিনিয়োগ করতে থাকেন, তাহলে মোট বিনিয়োগের সময়কাল ৩০ বছর হবে এবং পিপিএফ অ্যাকাউন্টে পরিমাণ ১২.৩৬ লক্ষ টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে।
৫. PPF চতুর্থবারে ৫ বছরের জন্য বাড়ানো হয়েছে
যদি আপনি ৩০ বছর পর আরও ৫ বছর পিপিএফ অ্যাকাউন্ট বাড়ান এবং প্রতি মাসে ১০০০ টাকা বিনিয়োগ করতে থাকেন, তাহলে ৩৫ বছরে আপনার পিপিএফ অ্যাকাউন্টে টাকা বেড়ে ১৮.১৫ লক্ষ টাকা হয়ে যাবে।
৬. পিপিএফ পঞ্চমবার ৫ বছরের জন্য বাড়ানো হয়েছে
৩৫ বছর পর আপনি পিপিএফ অ্যাকাউন্ট আরও ৫ বছর বাড়ান এবং মাসে ১০০০ টাকা বিনিয়োগ করতে থাকেন তাহলে ৪০ তম বছরে পিপিএফ অ্যাকাউন্টে ২৬.৩২ লক্ষ টাকা বেড়ে যাবে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
PPF money tips: ১ হাজার টাকা বিনিয়োগে পাওয়া যাবে ২৬ লক্ষ, কীভাবে পাবেন এই সুযোগ?