Guru Purnima: জেনে নিন গুরুপূর্ণিমার দিনে কী কী করা কোনও ভাবেই উচিত নয়, কোন কাজটি মহাপাপের সামিল...

Guru Purnima 2023: গুরুপূর্ণিমার দিনে ব্যাসদেবের পূজা করার বিধি রয়েছে। শ্রদ্ধা জানাতে হয় দেবগুরু বৃহস্পতিকে। কেউ যদি দীক্ষিত হন, তবে এদিন অবশ্যই তিনি এঁদের পাশাপাশি তাঁর ব্যক্তিগত গুরুর আরাধনা ও পূজাও করবেন।

Updated By: Jul 1, 2023, 07:40 PM IST
Guru Purnima: জেনে নিন গুরুপূর্ণিমার দিনে কী কী করা কোনও ভাবেই উচিত নয়, কোন কাজটি মহাপাপের সামিল...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় আধ্যাত্মিকতার প্রেক্ষিতে গুরুপূর্ণিমার বিশেষ গুরুত্ব, বিশেষ তাৎপর্য। দিনটিকে ব্যাস পূর্ণিমাও বলা হয়। আষাঢ় মাসের পূর্ণিমা বলে বলা হয় আষাঢ় পূর্ণিমাও। জনশ্রুতি, দিনটি ব্যাসদেবের জন্মতিথি। এদিন দেবগুরু বৃহস্পতির পূজার বিধিও কোথাও কোথাও আছে। 

আরও পড়ুন: Ketu Gochar: জেনে নিন চিত্রা নক্ষত্রে কেতুর প্রবেশে কোন কোন রাশিকে থাকতে হবে দারুণ সতর্ক...

গুরুপূর্ণিমার দিনে ব্যাসদেবের পূজা করার বিধি রয়েছে। শ্রদ্ধা জানাতে হয় দেবগুরু বৃহস্পতিকে। কেউ যদি দীক্ষিত হন, তবে এদিন অবশ্যই তিনি এঁদের পাশাপাশি তাঁর ব্যক্তিগত গুরুর আরাধনা ও পূজাও করবেন। এদিন গুরুকে অর্ঘ্য প্রদান করা বিধেয়। যথাবিহিত গুরুপূজা সেরে তাঁর আশীর্বাদ প্রার্থনা করতে হয়। তাঁকে ফলমূল, ফুল-মিষ্টি বস্ত্র ও দক্ষিণাও দিতে হয়।

সমস্ত আধ্যাত্মিক দিনেই কিছু কিছু কাজ করা বা না-করার বিধি বা নিষেধ থাকে। গুরুপূর্ণিমার দিনটিতেও তা রয়েছে। 

জেনে নিন এদিন কী কী করা কোনও ভাবেই উচিত নয়:

১) এদিন শিষ্য কোনও ভাবেই গুরুর আসনে বসবেন না 

২) এদিন শিষ্যের কোনও ভাবেই গুরুর দিকে পা করে বসা ঠিক নয়

৩) গুরুর সামনে কোনও অপশব্দও ব্যবহার করা উচিত হবে না শিষ্যের

৪) গুরুর সামনে কোনও বিষয়ে অহঙ্কার করাও শোভন নয়

৫) গুরুর সামনে নিজের সম্পদ প্রতিপত্তি বা যশ-খ্যাতির কথা উচ্চারণ করাও ঠিক নয়

৬) অন্যত্র কোথাও কারও কাছে গুরুনিন্দা নৈব নৈব চ, তা মহাপাপের সামিল

তবে এমন নয় যে, এই সব বিধিনিষেধ শুধু গুরুপূর্ণিমার দিনেই পালন করতে হবে। শিষ্যকে সারা বছরের জন্যই, দেখতে গেলে সারা জীবনের জন্যই এই সব সব বিধি মেনে চলতে হবে। তবে এদিনই বিশেষ করে এগুলি মনে করিয়ে দেওয়ার অর্থ-- এদিন যেন শিষ্যের ছোট-বড় কোনও আচরণেই গুরু কোনও ভাবেই বিন্দুমাত্র ক্ষুণ্ণ না হন। গুরু পূর্ণিমার দিনটিতে গুরুকে তুষ্ট রাখা শিষ্যের কর্তব্য। বিশেষ করে এদিন কোনও শিষ্য যদি গুরুর আন্তরিক আশীর্বাদ লাভ করেন তবে সেটা তাঁর আধ্যাত্মিক জীবনের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বলে বিশ্বাস। 

আরও পড়ুন: LGBTQ: 'সুচেতনা, এই পথে আলো জ্বেলে-- এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে'?

এমন কিছু কাজ রয়েছে যা এই দিনটিতে করা কর্তব্য:

১) সামর্থ্য অনুযায়ী দরিদ্রকে বস্ত্র, শস্য, অর্থ ইত্যাদি দান করা উচিত

২) আষাঢ় পূর্ণিমার দিনে বিষ্ণুমন্দিরে গিয়ে বিষ্ণু সহস্রনাম পাঠ করা উচিত 

৩) গুরুপূর্ণিমার পুজোর নৈবেদ্যে ক্ষীর নিবেদন করা উচিত

৪) এদিন রাতে চন্দ্রদেবের পূজা করে উপবাস ভাঙা বিধি, এতে মানসিক শান্তি মেলে এবং কুণ্ডলীতে চন্দ্রের অবস্থান শক্তিশালী হয়

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.