Ganesh Chaturthi 2023: ৩০০ বছর পরে গণেশ চতুর্থীতে অতি বিরল শুভ যোগ! সৌভাগ্যের তুঙ্গে কারা?
Rare Yogas on Ganesh Chaturthi: শুক্ল যোগ, ব্রহ্মযোগ, শুভ যোগ। কেউ কেউ লম্বোদর যোগও বলছেন। যাই হোক, এই যোগের বিশেষ প্রভাব পড়বে সকল রাশির ব্যক্তিদের উপরই। তবে কিছু রাশির ব্যক্তিদের আর্থিক দিকে থেকে দারুণ লাভের সম্ভাবনা থাকছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এ বছর বিশ্বকর্মাপুজোর পরের দিনই গণেশ চতুর্থী। এবছর অবশ্য বিশ্বকর্মাপুজো চিরাচরিত ভাবে ১৭ সেপ্টেম্বরে হচ্ছে না। হচ্ছে পরদিন, ১৮ সেপ্টেম্বর। আর পরদিন ১৯ সেপ্টেম্বরে গণেশ চতু্র্থী। তবে, দিন ও তিথি পড়া-ছাড়া অনুসারে এটা অদল-বদলও ঘটছে। মানে, অনেকেই ১৭ তারিখই করে নিচ্ছেন বিশ্বকর্মাপুজো, অনেকে গণেশপুজো করে নিচ্ছেন ১৮ তারিখে।
আরও পড়ুন: সূর্যের গোচর কোন কোন রাশির জন্য কী কী অকল্পনীয় সৌভাগ্য বয়ে আনছে?
তবে, যেদিনই পুজো হোক, এবছর গণেশ চতুর্থীতে অতি বিরল ঘটনা ঘটতে চলেছে। এ বছরে ৩০০ বছর পরে গণেশ চতুর্থীতে তিনটি শুভ যোগ তৈরি হচ্ছে। শুক্ল যোগ, ব্রহ্মযোগ ও শুভ যোগ। কেউ কেউ লম্বোদর যোগও বলছেন। যাই হোক, এই যোগের বিশেষ প্রভাব পড়বে সকল রাশির ব্যক্তিদের উপরই। তবে কিছু রাশির ব্যক্তিদের আর্থিক দিকে থেকে দারুণ লাভের সম্ভাবনা।
মেষ রাশি
মেষ রাশির জাতক-জাতিকাদের জীবনে শুভ সময় শুরু হবে এই যোগের দরুন। এঁরা এসময়ে যে কাজেই হাত দেবেন তাতেই সাফল্য পাবেন। আর্থিকভাবেও এঁদের দারুণ উন্নতি ঘটবে। ব্যবসায়ীদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা। ভ্রমণযোগ থাকছে। দাম্পত্যজীবনেও সুখ আসবে।
মিথুন রাশি
গণেশ চতুর্থীতে এই তিনযোগের সংযোগে মিথুন রাশির জাতক-জাতিকাদেরও সময়টা খুব ভালো যাবে, আর্থিক দিক থেকে খুব লাভ হবে। এই সময় চাকরিজীবীরা চাকরিতে এবং ব্যবসায়ীরা ব্যবসায় দারুণ উন্নতি করবেন। সম্পত্তিক্রয়ের যোগ রয়েছে এঁদের। এঁদের সামাজিক সম্মান ও প্রতিপত্তিও এই সময়ে ক্রমশ বাড়বে। রাজনীতিকদের জন্যও শুভ সময়।
মকর রাশি
আরও পড়ুন: আর চারদিন পরেই বুধের গতি পরিবর্তন! জেনে নিন খুলে যাচ্ছে কোন কোন রাশির সৌভাগ্যের দরজা...
মকর রাশির জাতক-জাতিকাদের জীবনেও নামবে সাফল্য। চাকরি এবং ব্যবসা-- উভয় ক্ষেত্রেই উন্নতি হবে। এই রাশির যাঁরা রাজনীতিতে যুক্ত তাঁদের নাম-যশ হবে। বিনিয়োগের পক্ষে ভালো। আর্থিকলাভের যোগ তো আছেই।