ছুটির দিনে জমিয়ে খান জিঞ্জার পেস্তো চিকেন

আপনাদের জন্য থাকল চিকেনের এক অন্যরকম রেসিপি। সহজ জিঞ্জার পেস্তো চিকেন বানানোর রেসিপি দেখে নিন।

Edited By: সুদীপ দে | Updated By: Feb 2, 2020, 12:27 PM IST
ছুটির দিনে জমিয়ে খান জিঞ্জার পেস্তো চিকেন

রবিবার মানেই জমিয়ে খাওয়া-দাওয়া। আর সেই খাওয়া-দাওয়ার তালিকা থেকে কখনোই বাদ যায় না চিকেন। চিকেন দিয়ে হরেকরকম রান্নাও করা যায়। আজ তাই আপনাদের জন্য থাকল চিকেনের এক অন্যরকম রেসিপি। সহজ জিঞ্জার পেস্তো চিকেন বানানোর রেসিপি দেখে নিন।

জিঞ্জার পেস্তো চিকেন বানাতে লাগবে:

হাড় ছাড়া চিকেন ১ কেজি, হোয়াইট ওয়াইন ১/২ কাপ, সাদাতেল ১/৪ কাপ, কুরোনো আদা ২ চামচ,রসুন ২ কোয়া (কুচোনো), চিনি -নুন স্বাদ মতো, পেঁয়াজপাতা এক আঁটি।

জিঞ্জার পেস্তো চিকেন বানানোর পদ্ধতি:

১) একটি প্যানে খানিকটা নুন, জল, হোয়াইট ওয়াইন মিশিয়ে ফুটিয়ে নিন।

২) এতে চিকেনের টুকরো দিয়ে ৮-১০ মিনিট আঁচে রাখুন।

৩) সেদ্ধ হলে পুরো মিশ্রণ-সহ ঠান্ডা করে চিকেনের স্টক ও ওয়াইন স্টক আলাদা করে রাখুন।

৪) কড়াইতে তেল দিয়ে আদা, রসুন, পেঁয়াজপাতা, স্বাদ মতো চিনি-নুন দিয়ে নাড়াচাড়া করুন।

আরও পড়ুন: চিংড়ির মালাইকারি নয় ,স্বাদ বদলাতে চেখে দেখুন চিংড়ির নারঙ্গি

৫) তারপর চিকেনের টুকরো ও স্টক মিশিয়ে ঢাকা দিয়ে রাখুন।

৬) মাখামাখা হলে নামিয়ে নিন।

যে কোনও ধরনের পরোটা, পাউরুটি, নুডলস বা রাইসের সঙ্গে শীতের দুপুরে গরম গরম পরিবেশন করুন জিঞ্জার পেস্তো চিকেন।

.