জিরাফের মত লম্বা গলা চিনা কিশোরের, হবে জটিল অস্ত্রপচার

ওর নাম ফু উইনগুই। বয়স ১৫। বাড়ি বেজিংয়ে। বাকি সবার মত ওর সব কিছু এক, শুধু জিরাফের মত লম্বা গলাটা ছাড়া। অত লম্বা গলার জন্য ওর ঘাড়ে প্রচন্ড ব্যথা। ঠিকমত হাঁটতে খুব অসুবিধা হয়, বেশিক্ষণ পাশে দাঁড়ানো লোকের সঙ্গে চেয়ে থাকতেও ওর কষ্ট হয়। কথা বলা, খেতেও সমস্যা হয়। আর তাই ও এখন ভর্তি হাসপাতালে।

Updated By: Aug 28, 2014, 01:31 PM IST
জিরাফের মত লম্বা গলা চিনা কিশোরের, হবে জটিল অস্ত্রপচার

ওয়েব ডেস্ক: ওর নাম ফু উইনগুই। বয়স ১৫। বাড়ি বেজিংয়ে। বাকি সবার মত ওর সব কিছু এক, শুধু জিরাফের মত লম্বা গলাটা ছাড়া। অত লম্বা গলার জন্য ওর ঘাড়ে প্রচন্ড ব্যথা। ঠিকমত হাঁটতে খুব অসুবিধা হয়, বেশিক্ষণ পাশে দাঁড়ানো লোকের সঙ্গে চেয়ে থাকতেও ওর কষ্ট হয়। কথা বলা, খেতেও সমস্যা হয়। আর তাই ও এখন ভর্তি হাসপাতালে।

ওর বাবা ফু গেনইউ জানান, ওর ঘাড়ে মেরুদণ্ডের অস্থিসন্ধির সংখ্যা ১০। যেখানে সাধারণ মানুষের অস্থি সন্ধির সংখ্যা ৭।

 

৬ বছর বয়েসে ফুয়ের শারীরিক অবস্থা পরীক্ষা করার পর কনগেনিটাল স্কোলিসিসের সমস্যা ধরা পড়ে। ফুয়ের এই বিরল অস্ত্রপচার করার বিপুল খরচ দেবে বেজিংয়ের এক স্বেচ্ছাসেবী সংস্থা। ডাক্তররা জানিয়েছেন, ক দিনের মধ্যেই এই অস্ত্রপচার করা হবে। 

.