১,১৩৫ ফুট উঁচু থেকে তোলা দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক সেলফি দেখার হিড়িক

Updated By: Aug 26, 2014, 08:05 PM IST
১,১৩৫ ফুট উঁচু থেকে তোলা দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক সেলফি দেখার হিড়িক

------------------------------------------------------------------------------------

ওয়েব ডেস্ক: 'সেলফি'কে একেবারে আলাদা উচ্চতায় নিয়ে গেলেন ফোটোগ্রাফার ড্যানিয়েল লু ও তাঁর দুই বন্ধু।১,১৩৫ ফুট উঁচুতে সেলফি তুলে এখন রাতারাতি সেলেব বনে গিয়েছেন ড্যানিয়েল লু। হংকংয়ে এক গগণচুম্বি অট্টলিকা (স্কাইস্ক্রাপার)-ছাদের দিকে ঝুলে অ্যান্টেনার উপর দাঁড়িয়ে এই সেলফি তুলেছেন। এই সেলফিগুলির পিছনে দেখা যাচ্ছে সুন্দর হংকং শহর। সেলফি স্টিক ব্যবহার করে ছবিগুলি তোলা হয়েছে।

এই সেলফির ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে হংকংয়ের পঞ্চম বৃহত্তম বিল্ডিংয়ের ছাদের ওপর ঝুলে কোনও এক সরু জায়গায় বসে কলা খাচ্ছেন ড্যানিয়েলের বন্ধুরা। মনে কারা এটাই সবচেয়ে জীবনের ঝুঁকি নিয়ে তোলা বিপজ্জনক সেলফি।

ইতিমধ্যেই এই বিপজ্জনক সেলফির ভিডিওটি সাড়ে ৪ লক্ষ বার দেখা হয়ে গিয়েছে।

চলতি বছর ৩১ বছরের লন্ডনের লি থম্পসন ব্রাজিলের খ্রিস দি রিদিমারের ওপর দাঁড়িয়ে যীশুর মূর্তির সঙ্গে দাঁড়িয়ে সেলফি তুলেছিলেন।  

এর আগে ২৬ বছরের ক্যালিফোর্নিয়ার এক যুবক আমাজনের জঙ্গলে  ৬ মিটার লম্বা অ্যানাকোন্ডার সঙ্গে এবং ইন্দোনেশিয়ায় কোমোডো ড্রাগনের সঙ্গে সেলফি তুলে ছিলেন।

 

.