এই ছবিতে লুকিয়ে থাকা বিড়াল খুঁজতেই ভাইরাল হল এই টুইট!
মোবাইল ফোনের স্টপওয়াচ চালিয়ে নিন। তার পর দেখুন আপনি কত ক্ষণে ছবিতে জঙ্গলের আলো-ছায়ায় লুকিয়ে থাকা বিড়ালটিকে দেখতে পেলেন!
নিজস্ব প্রতিবেদন: জঙ্গলের আলো-ছায়ায় দাঁড়িয়ে রয়েছে একটি বিড়াল। রয়েছে একেবারে চোখের সামনেই। কিন্তু তা সত্ত্বেও সহজে চোখে পড়ছে না। ছবিটা দেখলে ‘কেমোফ্লেজ’ শব্দটাই প্রথমে মাথায় আসতে পারে।
সোমবার সকালে ভারতীয় বন বিভাগের আধিকারিক রমেশ পাণ্ডে টুইটারে এই ছবিটি পোস্ট করেন। ছবিটি পোস্ট করে তিনি লেখেন, “ফ্রেমের মধ্যে থাকা বিড়ালটিকে চিহ্নিত করুন। সাধারণত, এই ধরনের বিড়াল জঙ্গলের গভীরে দেখা যায় না। এরা থাকে জলাশয়ের কাছে”।
Spot the cat in the frame. Though hardly seen deep inside jungles, Fishing cats prefer to live near waterbodies. Adept swimmer they enter waterbodies frequently to prey on fish. They are known to even dive to catch fish.#wildlife #cats #TeraiTales pic.twitter.com/ngqstE35yl
— Ramesh Pandey IFS (@rameshpandeyifs) May 11, 2020
আরও পড়ুন: নরম মুড়ি দিয়েই বানিয়ে ফেলুন দোকানের মতো রসাল মিষ্টি ‘ল্যাংচা’!
ছবিটি হিমালয়ের পাদদেশে অবস্থিত তরাই অঞ্চলে তোলা হয়েছে। ছবিতে যে বিড়ালটিকে খুঁজতে গিয়ে এই টুইটটি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে, সেটি আসলে একটি ‘ফিসিং ক্যাট’। দেশের প্রায় সর্বত্রই এই বিড়ালের দেখা পাওয়া যায়। এ বার মোবাইল ফোনের স্টপওয়াচ চালিয়ে নিন। তার পর দেখুন আপনি কত ক্ষণে ছবিতে জঙ্গলের আলো-ছায়ায় লুকিয়ে থাকা বিড়ালটিকে দেখতে পেলেন!