মার্চ মাসে মোট ৮ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক!
জেনে নিন কোন কোন তারিখ ব্যাঙ্ক বন্ধ থাকবে এই মাসে...
Edited By:
সুদীপ দে
|
Updated By: Mar 1, 2020, 03:25 PM IST
নিজস্ব প্রতিবেদন: আজ মার্চ মাসের পয়লা। আর্থিক বছরের শেষ মাস শুরু হয়ে গেল। এই মাসেই সারা দেশের বিভিন্ন রাজ্যের ছুটি মিলিয়ে নিয়ে মোট ১৯ দিন পরিষেবা বন্ধ থাকবে ব্যাঙ্কে। এর মধ্যে রয়েছে দ্বিতীয়, চতুর্থ শনিবার, রবিবার আর দোল বা হোলি তো আছেই। এ রাজ্যে মোট ৮ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের পরিষেবা। আসুন এক নজরে দেখে নিন, কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের পরিষেবা।
১ মার্চ: রবিবার।
৮ মার্চ: রবিবার।
১০ মার্চ: ওড়িশা, বাংলা ও ত্রিপুরায় দোলপূর্ণিমার ছুটি।
১৪ মার্চ: দ্বিতীয় শনিবার।
১৫ মার্চ: রবিবার।
২২ মার্চ: রবিবার।
২৮ মার্চ: চতুর্থ শনিবার।
২৯ মার্চ: রবিবার।