ওড়িশা-গুজরাটে বিরোধী দলনেতাকে ডাকা হল না কেন? ফাঁকা চেয়ারের ছবি পরিকল্পিত: Mamata
কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর বৈঠকে ফাঁকা চেয়ারের ছবি পরিকল্পিত বলে অভিযোগ মমতার (Mamata Banerjee)।
নিজস্ব প্রতিবেদন: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নাম নিলেন না। তবে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ইয়াস-পর্যালোচনা বৈঠকে বিরোধী দলনেতাকে কেন ডাকা হল, সেই প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই প্রসঙ্গেই তিনি জানতে চান, কেন ওড়িশা ও গুজরাটে ঘূর্ণিঝড় পর্যালোচনা বৈঠকে বিরোধী দলনেতাকে ডাকা হয়নি?
এ দিন মমতা (Mamata Banerjee) বলেন,''আগে প্রধানমন্ত্রী-মুখ্য়মন্ত্রী বৈঠক হওয়ার কথা ছিল। সেটা হল না। আমার কোনও সমস্যা নেই। কেন পরপর দুবার দিল্লির সংসদে বিরোধী দলনেতার মর্যাদা কাউকে দেওয়া হল না? কেন গুজরাটে আপনি (প্রধানমন্ত্রী) যখন গিয়েছিলেন বিরোধী নেতাকে ডাকেননি? ওড়িশায় ছিল না? আমার রাজ্যে এসে খালি বিভ্রান্তি ছড়ান। সংঘাতের পরিস্থিতি তৈরি করেন।''
কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর বৈঠকে ফাঁকা চেয়ারের ছবি পরিকল্পিত বলে অভিযোগ মমতার (Mamata Banerjee)। তাঁর কথায়,''প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর তিনবার বলেছি, স্যার উইথ ইওর কাইন্ড পারমিশন মে উই লিভ। গতকাল থেকে পরিকল্পনা করে ফাঁকা চেয়ার দেখাচ্ছে। কেন আমি বসব? আপনার সঙ্গে কথা বলেছি। আমি ওখানে রাজনৈতিক নেতৃত্বকে দেখলাম। তাঁরা প্রধানমন্ত্রী-মুখ্য়মন্ত্রী বৈঠকে প্রত্যাশিত নন। কারা রীতি ভাঙল?
আরও পড়ুন- PM-র এসপিজি বলল, এখন কিছু হবে না, এক ঘণ্টা বাদে বলুন, হেনস্থার অভিযোগ Mamata-র