সুব্রত মুখোপাধ্যায়কে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব দিল বিশ্ব ব্যাঙ্ক

রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব দিল বিশ্ব ব্যাঙ্ক। আন্তর্জাতিক ওই আর্থিক সংস্থার আয়োজিত একটি আলোচনা সভায় অংশ নিয়ে সম্প্রতি আমেরিকা গিয়েছিলেন সুব্রতবাবু। সেখানেই তাঁকে সেই প্রস্তাব দেওয়া হয়।

Updated By: Dec 16, 2013, 10:49 PM IST

রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব দিল বিশ্ব ব্যাঙ্ক। আন্তর্জাতিক ওই আর্থিক সংস্থার আয়োজিত একটি আলোচনা সভায় অংশ নিয়ে সম্প্রতি আমেরিকা গিয়েছিলেন সুব্রতবাবু। সেখানেই তাঁকে সেই প্রস্তাব দেওয়া হয়।

রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থার সাফল্য মরক্কো, মিশর সহ বিভিন্ন দেশে প্রচারের লক্ষ্যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েতমন্ত্রীকেই সামনে রাখতে চায় বিশ্বব্যাঙ্ক। তবে এই প্রস্তাবে সম্মতি জানাননি সুব্রতবাবু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রস্তাবটি পাঠানোর অনুরোধ করেছেন তিনি।

এদিকে, জাপানি সংস্থা জাইকার কাছে রাজ্যে বিনিয়োগের জন্য আবেদন জানালেন মুখ্যমন্ত্রী। মুম্বইয়ে মুখ্যমন্ত্রীর স্বপ্নের শিল্প সম্মেলনের পরেও রাজ্যে কার্যত কোনও বিনিয়োগ আসেনি। গ্লোবাল বেঙ্গল বা ডেস্টিনেশন বেঙ্গলের মতো স্লোগান কাজ করেনি। এই অবস্থায় বনদফতরের একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী পর্যটন, গভীর সমুদ্র বন্দর সহ বিভিন্ন ক্ষেত্রে জাইকার কাছে ঋণ চাইলেন । হলদিয়া বন্দরে মিতসুবিসিকে যে সমস্যার মুখে পড়তে হয়েছে সাত দিনের মধ্যে তার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিনিয়োগ টানতে সরকার যে মরিয়া, তা মুখ্যমন্ত্রীর এই মন্তব্যেই পরিষ্কার।

.