ক্রিশ্চান ফেস্টিভ্যাল-এর আগে সাজছে শহর

আর মাত্র কয়েকদিন। তারপরই গোটা বিশ্ব মেতে উঠবে বড়দিনের উত্‍সবে। তার আগেই কলকাতার পার্কস্ট্রিটে শুরু হচ্ছে ক্রিশ্চান ফেস্টিভ্যাল। আগামী বিশে ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ফেস্টিভ্যালের উদ্বোধন করবেন। অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্যের পর্যটন দফতর।

Updated By: Dec 16, 2013, 09:56 PM IST

আর মাত্র কয়েকদিন। তারপরই গোটা বিশ্ব মেতে উঠবে বড়দিনের উত্‍সবে। তার আগেই কলকাতার পার্কস্ট্রিটে শুরু হচ্ছে ক্রিশ্চান ফেস্টিভ্যাল। আগামী বিশে ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ফেস্টিভ্যালের উদ্বোধন করবেন। অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্যের পর্যটন দফতর।

বড়দিন উপলক্ষে প্রতি বছরই সেজে ওঠে কলকাতা। এবার কলকাতায় শুরু হচ্ছে ক্রীশ্চান ফেস্টিভ্যাল। পার্কস্ট্রিট জুড়ে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। সেজে উঠছে পার্ক স্ট্রিট। বিশে ডিসেম্বর মূল অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে মূল মঞ্চ তৈরি করে নানা ধরনের অনুষ্ঠান চলবে টানা সাতদিন। পর্যটন দফতর, কলকাতা পুলিস, ও পুরসভা অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা।

অনুষ্ঠান উপলক্ষ্যে পার্ক হোটেলের উদ্যোগে পার্কস্ট্রিটের ফুটপাথ জুড়ে তৈরি হবে প্রায় ৪০টি খাবারের স্টল। দুর্ঘটনা এড়াতে থাকবে মেডিক্যাল ক্যাম্প ও পুলিস ক্যাম্পও। ২৫ ডিসেম্বর বড় দিন উপলক্ষে থাকবে বিভিন্ন ব্যান্ডের অনুষ্ঠান। পুরো অনুষ্ঠানটিকে সফল করতে বিশেষ উদ্যোগ নিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন।

.