`হু ইস মিস্টার রয়?`
কলকাতা হাইকোর্টে পেশ করা রাজ্য সরকারের হলফনামায় এক `মিস্টার রয়ের` উল্লেখ রয়েছে। বলা হয়েছে এই `মিস্টার রয়` কে তা রাজ্য সরকারের পক্ষে খুঁজে বের করা সম্ভব হয়নি। কারণ জনস্বার্থ মামলার রিট পিটিশনে যে মিস্টার রয়ের নামে অভিযোগ করা হয়েছে, তা অসম্পূর্ণ। কে এই ``মিস্টার রয়``, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।
কলকাতা হাইকোর্টে পেশ করা রাজ্য সরকারের হলফনামায় এক `মিস্টার রয়ের` উল্লেখ রয়েছে। বলা হয়েছে এই `মিস্টার রয়` কে তা রাজ্য সরকারের পক্ষে খুঁজে বের করা সম্ভব হয়নি। কারণ জনস্বার্থ মামলার রিট পিটিশনে যে মিস্টার রয়ের নামে অভিযোগ করা হয়েছে, তা অসম্পূর্ণ। কে এই ``মিস্টার রয়``, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।
কলকাতা হাইকোর্টে চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে যে জনস্বার্থ মামলা হয়েছে, তার রিট পিটিশনে বলা হয় সারদা কেলেঙ্কারি নিয়ে বিক্ষোভ শুরু হওয়ার পর ২০০জন এজেন্ট জনৈক`মিস্টার রয়` এর সঙ্গে দেখা করতে আসেন।
ওই জনস্বার্থ মামলার ভিত্তিতে হাইকোর্ট সরকারকে হলফনামা পেশের নির্দেশ দেয়। সরকারের হলফনামায় বলা হয়েছে, এই মিস্টার রয়ের পরিচিতি সম্পর্কে যথেষ্ট তথ্য নেই। সেকারণেই মিস্টার রয় কে তা খুঁজে বের করা শক্ত।
বিশে এপ্রিল সারদার প্রায় দুশোজন এজেন্ট কলকাতায় এসে বিভোক্ষ দেখান। সম্ভবত জনস্বার্থ মামলাটিতে সেই বিক্ষোভের কথাই বলা হয়েছে। সরকারের হলফনামায় বলা হয়েছে মিস্টার রয় কে খুঁজে বের করা কঠিন। সত্যিই কি তাই ?