কমিশনের অনুমোদনের পর দুই আধিকারিককে পুরনো পদে বহাল নবান্নের
ছেড়ে যাওয়া পদেই বহাল হলেন সঙ্ঘমিত্রা ও স্মারকি।
নিজস্ব প্রতিবেদন: ভোট মেটার পর নির্বাচন কমিশনের (Election Commission) দায়িত্ব থেকে ফিরিয়ে আনা হল সঙ্ঘমিত্রা ঘোষকে। ভোটের আগে তাঁকে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক পদে নিয়োগ করা হয়েছিল।
সঙ্ঘমিত্রার মতোই স্মারকি মহাপাত্রকে নির্বাচন কমিশনের কাজে পাঠানো হয়েছিল। ভোটের পর দু'জনকেই ছেড়ে দেওয়ার আবেদন জানিয়ে চিঠি দিয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার (West Bengal Govt)। রাজ্য সরকারের আবেদনে সাড়া দিল কমিশন। সঙ্ঘমিত্রা ও স্মারকিকে অব্যাহতি দেওয়া হল। তার পর ছেড়ে যাওয়া পদেই বহাল হলেন দুই অধিকারিক।
নির্বাচন কমিশনের অনুমোদনের পর নবান্ন (Nabanna) বিজ্ঞপ্তি জারি করে জানাল, সঙ্ঘমিত্র ঘোষকে নারী ও শিশু কল্যাণ দফতরের সচিব পদে নিয়োগ করা হল। স্মারকি মহাপাত্র হলেন অর্থ দফতরের সচিব।
আরও পড়ুন- ৩-৪ দিন ববি কাজটা করতে পারল না, ডেডবডি জমেছে কিনা আমায় খবর নিতে হবে: Mamata