Weather Update: আগামী কয়েকদিনে নামবে তাপমাত্রা কিন্তু কতদিন নিম্নমুখী থাকবে পারদ?

 উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং ও সিকিমে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তা হবে খুবই হালকা। বাকী উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই

Updated By: Dec 29, 2022, 08:50 PM IST
Weather Update: আগামী কয়েকদিনে নামবে তাপমাত্রা কিন্তু কতদিন নিম্নমুখী থাকবে পারদ?

সন্দীপ প্রামাণিক: ঘোর শীতের মরসুমে ঠান্ডা কোথায়? সেই চিন্তায় অতিষ্ঠ রাজ্যবাসীকে কিছুটা স্বস্তি দিয়েছিল আবহাওয়া দফতরের পূর্বাভাস। সেই পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার ভোর থেকেই নামতে শুরু করেছে তাপমাত্রা। হাওয়া অফিসের দাবি ছিল শীত আবার ফিরবে। তাপমাত্রা কমবে কমপক্ষে ৫ ডিগ্রি। বৃহস্পতিবার আবহাওয়া দফতর বলছে কলকাতার তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে চলে যেতে পারে। কিন্তু শীতের সুখ কতদিনের?

আরও পড়ুন-আত্মহত্যার আগে মেকআপরুমে শীজানের সঙ্গে তুমুল ঝগড়া, উদ্ধার চিরকুট 

হাওয়া অফিসের দাবি, তাপমাত্রা যেভাবে পড়ছে তা চলবে মাত্র তিনদিন। ফের ১ জানুয়ারি থেকে বাড়বে তাপমাত্রা। জানুয়ারির  শুরুতে পারদ উঠে যেতে পারে ১৬-১৭ ডিগ্রিতে।  

উত্তর-পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তুরে হাওয়ার দাপট অনেকটাই কমে যাবে। ফলে জানুয়ারি থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং ও সিকিমে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তা হবে খুবই হালকা। বাকী উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। এমনটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.