WB Panchayat Election 2023: ‘কয়েকটি ঘটনাকে সারা রাজ্যের ঘটনা বলে বলা হচ্ছে', দাবি রাজিবা সিনহার
কমিশনার আরও বলেন, ‘দুই তিনটি জায়গা থেকে অভিযোগ পেয়েছিলাম। প্রতিটা থেকে ব্যবস্থা নিয়েছি। কাউন্টিং সেন্টারের ডিটেইলিং করেছি গতকালকেই। এটা আগে হতো না। আমাদের কমিটমেন্ট গণনা ভালো করে হোক। কোনও খবর পেলেই তার ব্যবস্থা নিয়েছি। কয়েকটি জেলা থেকে অভিযোগ এসেছে’।
সুতপা সেন: নির্বাচন কমিশনার রাজিবা সিনহা জানিয়েছেন, ‘আমরা সব ব্যবস্থা নিয়েছি। প্রিসাইডিং অফিসারের ডায়েরি দেখেছি, রিপোর্ট নিয়েছি, তারপর রিপোলের অর্ডার দিয়েছিলাম। কয়েকটি জায়গায় কাউন্টিং একটু দেরি হয়েছে, বাকি সব জায়গায় সময়েই শুরু হয়েছে’।
তিনি আরও বলেন, ’৩৬,৭০০ পুলিস সেন্টারে রয়েছে। আমরা সিএপিএফের কাছে জানতে চেয়েছি তারা কোথায় কোথায় এরিয়া ডমিনেশন এর কাজ করছে’।
কমিশনার আরও বলেন, ‘দুই তিনটি জায়গা থেকে অভিযোগ পেয়েছিলাম। প্রতিটা থেকে ব্যবস্থা নিয়েছি। কাউন্টিং সেন্টারের ডিটেইলিং করেছি গতকালকেই। এটা আগে হতো না। আমাদের কমিটমেন্ট গণনা ভালো করে হোক। কোনও খবর পেলেই তার ব্যবস্থা নিয়েছি। কয়েকটি জেলা থেকে অভিযোগ এসেছে’।
পাশপাশি তাঁর আরও দাবি, ‘কয়েকটি ঘটনাকে সারা রাজ্যের ঘটনা বলে বলা হচ্ছে। সেটা কিন্তু সারা রাজ্যের চিত্র নয়। যেহেতু ত্রিস্তরীয় নির্বাচন, তাই গণনায় কিছুটা সময় লাগবে’।
মৃত্যু সম্পর্কে তাঁর বক্তব্য, ‘ভোটের দিনে মৃত দশ জন, পুলিস জানিয়েছে। বাকি যে মৃত্যুর খবর আসছে বা এসেছে সেটা পুলিসের সঙ্গে কমপ্লাই করতে হবে’।
পুনর্নির্বাচনের বিষয়ে তিনি জানিয়েছেন, ‘বিরোধীরা রিপোলের যে তালিকা দিয়েছেন সেটা তারা দিতেই পারেন। কিন্তু আমরা তো একটা পদ্ধতির মাধ্যমে সেই হিসাবটা করি। জেলা থেকে হিসাব আসে, তারপর আমরা বিভিন্ন মাধ্যম থেকে খবর নিই। শেষে তার উপর নির্ভর করে রিপোলের সিদ্ধান্ত নেওয়া হয়’।
গণনা কেন্দ্রে বহিরাগতদের থকার বিষয়ে তিনি বলেন, ‘যদি কোথাও কোনও গণনা কেন্দ্রে অনুমতিবিহীন কেউ ঢোকে তাহলে সে যেই হোক না কেন তাকে বের করে দিতেই হবে। এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে’।
আরও পড়ুন: Dilip Ghosh: 'আগামি দিনেও মৃত্যু হবে, সেটাও একতরফা হবে না’, গণনার সকালে বিস্ফোরক দিলীপ ঘোষ
কেন্দ্রীয় বাহিনী অম্পর্কে তিনি জানিয়েছেন, ‘রাজনৈতিক দল বা সাধারণ মানুষের এটাই মনে হচ্ছে কেন্দ্রীয় বাহিনী থাকলে ভাল হতো। ওদের (বিএসএফ) ডিপ্লয়মেন্ট প্ল্যানে স্পর্শকাতর বুথের বিষয় কিছু ছিলো না। তখনই ওদের জানিয়ে দেওয়া হয়েছিলো এটা জেলাশাসকদের থেকে নিতে হবে। যদি ওরা সেটা নাই পেত তাহলে স্পর্শকাতর বুথে বাহিনী নিয়োগ করলো কি করে?’