WB Panchayat Election 2023: ভোট সন্ত্রাস, ৭ ঘণ্টায় নিহত ১৪, ১ হাজারের উপর অভিযোগ কমিশনে
পঞ্চায়েতের ভোটের শুরু থেকেই সন্ত্রাস অব্যাহত। সংঘর্ষ, বোমাবাজি, ছাপ্পা ভোটে ছয়লাপ রাজ্যর প্রায় প্রতিটা জেলা। রাজ্য নির্বাচন কমিশন জানায় প্রথম চার ঘণ্টায় ভোট পড়েছে ২২.৬০ শতাংশ। হিংসার যে ছবি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটে দেখা যাচ্ছে তা নতুন নয়। এই ভোটকে ঘিরেই রাজ্যের একদিকে রক্তবন্যা, বোমা, সংঘর্ষ, মারামারি-কাটাকাটি চলছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পঞ্চায়েতের ভোটের শুরু থেকেই সন্ত্রাস অব্যাহত। সংঘর্ষ, বোমাবাজি, ছাপ্পা ভোটে ছয়লাপ রাজ্যর প্রায় প্রতিটা জেলা। রাজ্য নির্বাচন কমিশন জানায় প্রথম চার ঘণ্টায় ভোট পড়েছে ২২.৬০ শতাংশ। হিংসার যে ছবি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটে দেখা যাচ্ছে তা নতুন নয়। এই ভোটকে ঘিরেই রাজ্যের একদিকে রক্তবন্যা, বোমা, সংঘর্ষ, মারামারি-কাটাকাটি চলছে।
আরও পড়ুন, WB Panchayat Election 2023: বল ভেবে খেলতে গিয়ে জখম ভাই বোন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি কলকাতায়
অন্যদিকে, কোন কোন বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা গিয়েছে, তার হিসাব চাইল রাজ্য নির্বাচন কমিশন। শনিবার পঞ্চায়েত ভোট প্রায় সাড়ে চার ঘণ্টা গড়িয়ে যাওয়ার পর এই হিসাব চেয়ে চিঠি গিয়েছে রাজ্যের জেলা শাসকদের কাছে। সকাল থেকে কন্ট্রোল রুমে এক ডজন ল্যান্ড ফোন বেজে যাচ্ছিল নাগাড়ে। প্রায় এক হাজার অভিযোগের পাহাড় উঠেছে। শনিবার সকাল ৭টা থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে পঞ্চায়েত ভোট। আর সকাল থেকেই জেলায় জেলায় হিংসার অভিযোগ আসতে শুরু করেছে। গুলি সংঘর্ষ, বোমাবাজি, ব্যালট বাক্স লুট, ব্যালট পেপারে আগুন জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে।
পূর্ব বর্ধমানের কাটোয়ায় খুন তৃণমূল কংগ্রেস কর্মী। তৃণমূল প্রার্থীর বুথ এজেন্ট গৌতম রায় খুন। মুর্শিদাবাদের লালগোলায় ভোট সংঘর্ষে মৃত্যু সিপিআই কর্মীর। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে খুন তৃণমূল কংগ্রেস কর্মী। উত্তর দিনাজপুরের গোয়ালপোখর ২ (চাকুলিয়া)-র বিদ্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ভেবরা ১০ নম্বর বুথে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে খুন তৃণমূল কর্মী। নিহতের নাম মহম্মদ শাহেনশা। নিহত বিদায়ী তৃণমূল প্রধানের স্বামী। দিনহাটায় বিজেপি কর্মীর মৃত্যু। কোচবিহারের নার্সিংহোমে মৃত্যু। পেটে গুলি লেগেছিল। মালদা ইংরেজবাজারের নঘড়িয়ায় তৃণমূল প্রার্থীর শাশুড়ির মৃত্যু।
প্রসঙ্গত, রাজ্যে মোট ৬১ হাজার ৬৩৬ বুথের মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৪ হাজার ৮৪৩। অর্থাৎ, মোট বুথের ৭.৮৪ শতাংশ স্পর্শকাতর বুথ। কোন জেলায় কত স্পর্শকাতর বুথ রয়েছে তার একটি তালিকাও প্রকাশ করে কমিশন।
আরও পড়ুন, WB Panchayat Election 2023: হাতে বিষ নিয়ে আত্মহত্যার হুমকি, বাহিনীর দাবিতে পুলিসের পা ধরে অনুনয়