Group-C Recruitment: গ্রুপ ডি-র পর এবার গ্রুপ সি, ফের ডিভিশন বেঞ্চে রাজ্য
বৃহস্পতিবার মামলাটির শুনানির সম্ভাবনা।
নিজস্ব প্রতিবেদন: SSC-র গ্রুপ ডি নিয়োগে (Group D Recruitment) দু্র্নীতির মামলায় সিবিআই (CBI) অনুসন্ধানের নির্দেশে জারি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ (Interim Stay Order)। গ্রুপ সি (Group C Recruitment ) নিয়োগ মামলায়ও এবার সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করল রাজ্য। মামলা দায়ের করা হল ডিভিশন বেঞ্চে (Division Bench)। আগামিকাল, বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা।
ঘটনার সূত্রপাত ২০১৬ সালে। স্রেফ গ্রুপ ডি-ই (SSC Group D) নয়, সেবছর একইসঙ্গে রাজ্যের বিভিন্ন স্কুলে গ্রুপ সি (SSC Group C) পদেও কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। পরীক্ষার পর যথারীতি প্যানেলও তৈরি করা হয়। কিন্তু পূর্ব মেদিনীপুরে এক ব্যক্তি চাকরিতে যোগ দেওয়ার পর মামলা গড়ায় হাইকোর্টে (Calcutta High Court)। কেন? মামলাকারীদের অভিযোগ, SSC-র Group C পদে প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও নিয়োগ করা হয়েছে সাড়ে তিনশো জনকে! তাঁদের নিয়োগ সংক্রান্ত নথিও জমা পড়ে আদালতে। যাঁরা ইতিমধ্যেই কাজে যোগ দিয়েছেন, তাঁদের বেতন বন্ধের নির্দেশ দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ।
আরও পড়ুন: Municipal Vote Counting: রাজ্যের ১০৮ পুরসভার ভোটগণনা কবে, জানিয়ে দিল কমিশন
SSC-র Group C নিয়োগ মামলায় নোটিশ পাঠানো হয়েছিল ৩৫০ জনকেই। কিন্তু গতকাল, বুধবার আদালতে হাজিরা দেননি কেউ-ই। আর এতেই ক্ষুদ্ধ হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্রেফ সিবিআই অনুসন্ধানই (CBI Investigation) নয়, নিয়ম না মেনে যাঁদের নিয়োগ করা হয়েছে, তাঁদের চাকরিও খারিজ করে দেয় হাইকোর্চের সিঙ্গল বেঞ্চ। সেই রায় খারিজের আর্জি জানিয়ে এবার বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে গেল রাজ্য।
এদিকে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে আবার SSC-র ডি নিয়োগে CBI অনুসন্ধানের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ (Interim Stay Order) জারি করেছে হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ। আপাতত চাকরি বহাল থাকছে ৫৭৩ জনের। খারিজ হয়ে গিয়েছে বেতন বন্ধের নির্দেশও।