WB assembly election 2021 : হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছি, বাকিটা এবার চাপ নেওয়ার খেলা : Dilip

বিজেপি ২০০ না তৃণমূল ২৫০, চোখ এখন ২ মে-তে!

Updated By: Apr 2, 2021, 12:45 PM IST
WB assembly election 2021 : হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছি, বাকিটা এবার চাপ নেওয়ার খেলা : Dilip

নিজস্ব প্রতিবেদন : প্রথম দু'দফার ভোট শেষ। প্রথম দু'দফার ভোটেই হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছে বিজেপি। এমনটাই দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। একইসঙ্গে তিনি আরও দাবি করেছেন, বিজেপি ও তৃণমূল, দু' তরফের জন্য়ই এখন এটা 'মনস্তাত্ত্বিক যুদ্ধ' ও 'চাপ নেওয়ার খেলা'।

প্রসঙ্গত, এবার বাংলায় পরিবর্তনের  সরকার গড়বে বিজেপি-ই। ২০০-র বেশি আসন জিতবে বিজেপি। এমনটাই দাবি করেছে গেরুয়া শিবির। অন্যদিকে তৃণমূলও কটাক্ষ করেছে, 'দিবাস্বপ্ন' দেখছে বিজেপি। ২৫০-র বেশি আসন পাবে তৃণমূল। বাংলায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সবমিলিয়ে মাঠে ময়দান থেকে ডিজিটাল দুনিয়া, যুযুধান দু'পক্ষ। চলছে হাড্ডাহাড্ডি লড়াই।

উল্লেখ্য, গতকাল দ্বিতীয় দফার ভোটগ্রহণের পর বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, "বেগমের এখান থেকে জেতা হচ্ছে না। ২ মে ইস্তফা দিতে হবে।" অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্য়ায় দাবি করেছেন, "তৃণমূল ৯০ শতাংশ ভোট পাবে। নন্দীগ্রামে জিতছি আমি-ই।" শুধু তাই নয়, প্রথম দফার ভোট গ্রহণের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন যে, "৩০-এ ২৬ পাবে বিজেপি।" যার পাল্টা জবাবে তৃণমূল নেত্রী দাবি করেছেন, "মানুষে আস্থা আছে। মানুষ ভোট দিয়েছে। মানুষই জবাব দেবে।"

আরও পড়ুন, ২০২৪-এ বারাণসীতে 'মোদী বনাম দিদি'? TMC-র 'টুইট চ্যালেঞ্জ', যুদ্ধে মজে নেটিজেনরা

.