জানুন, লকআপে কীভাবে রাত কাটল অভিনেতা বিক্রম চ্যাটার্জির

অভিনেতা বিক্রম চ্যাটার্জির তিনদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পুলিস সূত্রে খবর, আদালত থেকে টালিগঞ্জ থানা নিয়ে আসার সময় পুলিস ভ্যানের জানলা থেকে নিজের ভাঙা গাড়ির দিকে তাকায় বিক্রম। লকআপে ঢোকার আগে মিনিট দশেক টালিগঞ্জ থানার ওসির সঙ্গে কথা বলে বিক্রম। এরপর লকআপে নিয়ে যাওয়া হয় তাঁকে। তিনি ছাড়া আর কোনও অভিযুক্ত লকআপে ছিল না।

Updated By: Jul 8, 2017, 08:50 AM IST
জানুন, লকআপে কীভাবে রাত কাটল অভিনেতা বিক্রম চ্যাটার্জির

ওয়েব ডেস্ক: অভিনেতা বিক্রম চ্যাটার্জির তিনদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পুলিস সূত্রে খবর, আদালত থেকে টালিগঞ্জ থানা নিয়ে আসার সময় পুলিস ভ্যানের জানলা থেকে নিজের ভাঙা গাড়ির দিকে তাকায় বিক্রম। লকআপে ঢোকার আগে মিনিট দশেক টালিগঞ্জ থানার ওসির সঙ্গে কথা বলে বিক্রম। এরপর লকআপে নিয়ে যাওয়া হয় তাঁকে। তিনি ছাড়া আর কোনও অভিযুক্ত লকআপে ছিল না।

আরও পড়ুন কলকাতার বিস্তীর্ণ অংশে আজ বন্ধ থাকছে জল সরবরাহ, দুর্ভোগে শহরবাসী

সন্ধে সাতটা নাগাদ লিকার চা চাইলে একজন কনস্টেবল এসে তাঁকে চা দিয়ে যায়। এরপর মিনিট পচিশেক লকআপের মধ্যেই শুয়ে থাকেন বিক্রম। রাত দশটা নাগাদ ২টো রুটি, ডাল আর পনিরের তরকারি খেতে চান তিনি। রাত সাড়ে দশটা পর্যন্ত কেউই তাঁর সঙ্গে দেখা করতে আসেননি। 

আরও পড়ুন  অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের ৩ দিনের পুলিস হেফাজত

.