VIRAL VIDEO | Suryakumar Yadav: বিশ্বের ৪ নম্বরের আপাতত ১২, তবুও কেন নেটপাড়ায় চলছে 'সূর্য'প্রণাম? ঝড় তুলল ভিডিয়ো
Suryakumar Yadav-Tilak Varma: সূর্যকুমারের প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া, সকলেই বলছেন অধিনায়ক তো এমনই হন..
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত (England Tour Of India 2025) সীমিত ওভারের (৫টি টি-২০আই ও ৩টি ওডিআই ম্যাচ) ক্রিকেটে মুখোমুখি হয়েছে। গত বুধবার কলকাতায় সিরিজের শুভারম্ভ হয়েছিল। ইডেন গার্ডেন্সে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টি-২০আই স্কোয়াড জস বাটলারদের ৭ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছিল। গত শনিবার চেন্নাইয়ে এমএ চিদম্বরম স্টেডিয়ামে, ভারত রুদ্ধশ্বাস ম্যাচ ২ উইকেটে জিতে চলতি ৫ ম্যাচের টি-২০আই সিরিজে ২-০ এগিয়ে গেল। চেন্নাইয়ে একাই সব লাইমলাইট কেড়ে নিয়েছেন বছর বাইশের হায়দরাবাদি বিধ্বংসী ব্যাটার তিলক ভার্মা (Tilak Varma)। তবে খেলার পর সকলেই কুর্নিশ করছেন দলের নেতা সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)।
এই মুহূর্তে আইসিসি-র ক্রমতালিকায় বিশ্বের ৪ নম্বর ব্যাটার সূর্যকুমার। ভারতের মিস্টার ৩৬০ ডিগ্রি কিন্তু চলতি সিরিজে দুই ইনিংস মিলিয়ে মাত্র ১২ রান করেছেন। তাহলে কেন নেটপাড়ায় চলছে 'সূর্য'প্রণাম? এই বিষয়টিতে আসার আগে জানতে হবে গতকালের খেলার পরিস্থিতি। ইংরেজদের ১৬৫/৯ রান তাড়া করতে নেমে, ভারত ১০ ওভারের ভিতর ৭৮ রান তুলতে গিয়ে ৫ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছিল। তবে তিনে নেমে মুম্বই ইন্ডিয়ান্সের স্টার ৫৫ বলে ৭২ রানের অপরাজিত ইনিংস খেলেন এবং ভারতের কপালে জয় 'তিলক' পরিয়ে দেন।
আরও পড়ুন: অবিশ্বাস্য! অসম্ভব! দেশের কপালে জয় 'তিলক' পরিয়ে বিশ্বরেকর্ড বছর বাইশের আগামীর তারকার
তিলক উইনিং স্ট্রোক নেওয়ার পরেই মাঠে ছুটে আসেন সূর্য। বিশ্বের ৩ নম্বর তিলক ও ৪ নম্বর সূর্য শুধুই জাতীয় দলের সতীর্থ নন, তাঁরা আইপিএলে খেলেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও। তিলকের এই দায়িত্বশীল ইনিংসকে শ্রদ্ধা জানাতে সূর্য মাথা নত করে 'টেক আ বো' করেছেন করতালি দিয়ে। একজন অধিনায়কের এহেন আচরণ দেখে নেটপাড়ায় হৃদয় গলে গিয়েছে। যা দেখে সকলেই বলছেন যে, এমন অধিনায়ককে তো শ্রদ্ধা জানাতেই হয়। সেই ভিডিয়ো রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে। খেলার পর সূর্য বলেছেন, 'তিলক যেভাবে ব্যাট করেছে তাতে আমি খুবই খুশি, তার মতো কাউকে দায়িত্ব নিতে দেখে ভালো লাগল। যা দেখে সবারই শেখার আছে। একটু স্বস্তি দিয়েছে তিলক। খেলাটা যেভাবে এগোচ্ছিল, তাতে আমাদের মনে হয়েছিল ১৬০ রান ভালো ছিল। কিন্তু ইংল্যান্ডে যেভাবে বোলিং করেছিল, তাতে খেলাটা ঘুরে যাচ্ছিল।'
অধিনায়ক সূর্যের ভূয়সী প্রশংসা করে তিলক জুড়েছেন, 'সূর্য ভাই আমাকে যখন দক্ষিণ আফ্রিকায় ব্যাটিং অর্ডারের ৩ নম্বর জায়গা দিয়েছিলেন, তখনই ছিল আমার টার্নিং পয়েন্ট। আমি সূর্য ভাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানাতে চাই। এই সিরিজের ক্ষেত্রে বাঁ-ডান জুটি চলছে, তাই যেখানেই আমার প্রয়োজন হবে আমি সেখানেই আছি। ফ্লেক্সিবিলিটির সঙ্গে ভালোভাবে খাপ খাইয়ে নিয়েছি। আমি সর্বদা প্রস্তুত আছি।' আগামী মঙ্গলবার সৌরাষ্ট্রে ভারত-ইংল্যান্ড তৃতীয় টি-২০আই, ভারত কলকাতা-চেন্নাইয়ের পর সৌরাষ্ট্র জয় করলেই কিন্তু ৫ ম্যাচের সিরিজে দুই ম্যাচ হাতে রেখে জিতে নেবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)