আংশিক বেতনবৃদ্ধিতে অচলাবস্থা মিটল টলিউডে

টলিউডের অচলাবস্থা আপাতত কাটল। টেকনিশিয়ান, প্রযোজন এবং ইস্ট ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের বৈঠকে মিলল সাময়িক সমাধানসূত্র।

Updated By: Dec 19, 2011, 04:52 PM IST

টলিউডের অচলাবস্থা আপাতত কাটল। টেকনিশিয়ান, প্রযোজন এবং ইস্ট ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের বৈঠকে মিলল সাময়িক সমাধানসূত্র। আপাতত পঁচিশ শতাংশ পারিশ্রমিক বৃদ্ধির প্রতিশ্রুতি পেয়ে কর্মবিরতি প্রত্যাহার করে নিলেন টলিউডের টেকনিশিয়ানরা। চল্লিশ শতাংশ পারিশ্রমিক বৃদ্ধির দাবিতে টেকনিশিয়নদের আচমকা কর্মবিরতিতে অচলাবস্থা সৃষ্টি হয়েছিল টলিউডে। তড়িঘড়ি তাদের সঙ্গে বৈঠকে বসেন প্রযোজক ও ইস্ট ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন বা ইমপার প্রতিনিধিরা। বৈঠকে ঠিক হয়েছে আপাতত টেকনিশিয়ানদের পারিশ্রমিক পঁচিশ শতাংশ বাড়ানো হবে। একত্রিশে জানুয়ারি ইমপার বর্তমান জেনারেল বডির মেয়াদ শেষ হচ্ছে। নির্বাচনের পর নতুন জেনারেল বডি তৈরি হলে, তারা টেকনিশিয়ানদের বাকি পনেরো শতাংশ পারিশ্রমিক বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখবেন। এর জন্য ইম্পাকে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেবেন  টেকনিশিয়ানরা। ততদিন কোনও আন্দোলন হবে না বলে আশ্বাস দিয়েছেন তাঁরা।

.