আজ মহালয়া, পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা, মহামায়া বরণে অপেক্ষা আর মাত্র কয়েকদিনের

আজ মহালয়া। পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা। আশ্বিনের শারদ প্রাতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের স্তোত্রপাঠে ঘুম ভাঙল বাঙালির। ভোর হতেই গঙ্গার ঘাটে ঘাটে চলছে তর্পণ। দুর্ঘটনা এড়াতে প্রতিটি ঘাটেই মোতায়েন কলকাতা পুলিসের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। শহর কলকাতার পাশাপাশি জেলায় জেলায় গঙ্গার ঘাটে চলছে তর্পণ।

Updated By: Sep 23, 2014, 08:48 AM IST
আজ মহালয়া, পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা, মহামায়া বরণে অপেক্ষা আর মাত্র কয়েকদিনের

কলকাতা: আজ মহালয়া। পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা। আশ্বিনের শারদ প্রাতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের স্তোত্রপাঠে ঘুম ভাঙল বাঙালির। ভোর হতেই গঙ্গার ঘাটে ঘাটে চলছে তর্পণ। দুর্ঘটনা এড়াতে প্রতিটি ঘাটেই মোতায়েন কলকাতা পুলিসের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। শহর কলকাতার পাশাপাশি জেলায় জেলায় গঙ্গার ঘাটে চলছে তর্পণ।

হিন্দু শাস্ত্রমতে সূর্য কন্যারাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষ শুরু হয়। এই সময় পূর্বপুরুষদের আত্মা পরিবারে ফিরে আসেন। থাকেন দেবীপক্ষ শেষ হওয়া পর্যন্ত। মহালয়ার অমাবস্যা তিথিতে পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষ শুরু হয়। পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণের জন্য এই দিনটিকেই হাজার হাজার বছর ধরে পালন করা হচ্ছে। যার উদাহরণ পাওয়া যায় মহাকাব্যগুলিতেও।  

রামায়নে বনবাসে যাওয়ার তর্পণ করেছিলেন রামচন্দ্র। মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধশেষে তর্পণ করেছিলেন যুধিষ্ঠির। মহাভারতেই রয়েছে। পূর্ব পুরুষদের উদ্দেশে তর্পণ করতে মৃত্যুর পরেও ষোলো দিনের জন্য মর্ত্যলোকে ফিরেছিলেন মহাবীর কর্ণ।   

 

.