মুকুলকে সিবিআইয়ের নোটিস-পুরভোটের আগে চক্রান্ত, বলল তৃণমূল

মুকুল রায়কে সিবিআইয়ের নোটিস নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানাল তৃণমূল। প্রেস বিবৃতিতে পুরভোটের আগে চক্রান্তের অভিযোগ তুলল রাজ্যের শাসকদল। লোকসভা ভোটে রাজনৈতিকভাবে তৃণমূলকে হারাতে না পেরে বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে বলে অভিযোগ বিবৃতিতে। মোদীর অফিস নাকি বিজেপির সদর দফতর, কারা চালায় সিবিআই ?

Updated By: Jan 12, 2015, 03:49 PM IST
মুকুলকে সিবিআইয়ের নোটিস-পুরভোটের আগে চক্রান্ত, বলল তৃণমূল

ওয়েব ডেস্ক: মুকুল রায়কে সিবিআইয়ের নোটিস নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানাল তৃণমূল। প্রেস বিবৃতিতে পুরভোটের আগে চক্রান্তের অভিযোগ তুলল রাজ্যের শাসকদল। লোকসভা ভোটে রাজনৈতিকভাবে তৃণমূলকে হারাতে না পেরে বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে বলে অভিযোগ বিবৃতিতে। মোদীর অফিস নাকি বিজেপির সদর দফতর, কারা চালায় সিবিআই ?

প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। রাজনৈতিকভাবেই দল এর মোকাবিলা করবে বলে জানানো হয়েছে বিবৃতিতে। তৃণমূলের অভিযোগ, সব আঞ্চলিক দলকে এভাবেই শেষ করে দিতে চাইছে বিজেপি। সংসদে যেহেতু তৃণমূলই প্রধান বিরোধী দল হিসাবে উঠে এসেছে, সে কারণেই তৃণমূলকে এভাবে চুপ করানোর চেষ্টা চালাচ্ছে বিজেপি। কিন্তু তৃণমূলকে এভাবে দমানো যাবে না। এর রাজনৈতিক জবাব দেবে তৃণমূল। স্পষ্ট করে দেওয়া হয়েছে তৃণমূলের এই প্রেস বিবৃতিতে।

.