Narada মামলা থেকে নাম বাদ দেওয়ার আর্জি, সুপ্রিম কোর্টের দ্বারস্থ Malay Ghatak

আগামী মঙ্গলবার হবে শুনানি।

Updated By: Jun 18, 2021, 05:52 PM IST
Narada মামলা থেকে নাম বাদ দেওয়ার আর্জি, সুপ্রিম কোর্টের দ্বারস্থ Malay Ghatak

নিজস্ব প্রতিবেদন: সিবিআই (CBI)-এর দায়ের করা নারদ মামলা থেকে তাঁর নাম বাদ দেওয়া হোক। সুপ্রিম কোর্টে আবেদন জানালেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। মঙ্গলবার হবে এই মামলার পরবর্তী শুনানি।

নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে নারদা মামলা এ রাজ্য থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য কলকাতা হাইকোর্টে হলফনামা পেশ করে সিবিআই। সেই হলফনামায় মুখ্যমন্ত্রী চার হেভিওয়েটের সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাসংদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের নামও পার্টি করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সেই নাম বাদ দেওয়ার জন্যই এদিন শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন মলয় ঘটক।

আরও পড়ুন: গোড়াতে ভোট-হিংসার অভিযোগ অস্বীকার করেছে রাজ্য, চুপ করে বসে থাকতে পারে না: হাইকোর্ট

আরও পড়ুন: কীভাবে হবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের মূল্যায়ন? ঘোষণা করল পর্ষদ ও সংসদ

গত ১৭ মে নারদ মামলায় ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই। নিজাম প্যালেসে তাঁদের নিয়ে যাওয়ার হয়। সশরীরে সেখানে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। প্রায় ৬ ঘণ্টা সিবিআই দফতরে বসে থাকেন তিনি। পরে সেখানে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মলয় ঘটকও। সিবিআইয়ের ছিল অভিযোগ,  এই মামলায় প্রভাব খাটানোর চেষ্টা করছেন উক্ত তিনজন। তাই নারদা মামলায় তাঁদেরও পার্টি করে সিবিআই।

.