বিজেপি বাংলার মানুষকে অপমান করছে, অভিযোগ ফিরহাদ হাকিমের

তাঁর পাল্টা দাবি, ''বিজেপির পায়ের তলায় মাটি নেই। সারা ভারত থেকে উত্খাত হবে। পশ্চিমবঙ্গে তার কিছু নেই। তাই এখন গিয়ে নির্বাচন কমিশনকে স্পর্শকাতর বুথের কথা বলছে।''

Updated By: Mar 13, 2019, 04:49 PM IST
বিজেপি বাংলার মানুষকে অপমান করছে, অভিযোগ ফিরহাদ হাকিমের

নিজস্ব প্রতিবেদন: পশ্চিমবঙ্গের সমস্ত বুথকে স্পর্শকাতর ঘোষণা করার দাবি জানিয়েছে বিজেপি। বুধবার নির্বাচন কমিশনের কাছে গিয়ে এই দাবি জানিয়েছেন বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতারা।

বিজেপির এই দাবির বিষয়টি সামনে আসতেই পাল্টা সমালোচনায় সরব হল তৃণমূল কংগ্রেস। বিজেপির এই দাবিকে উড়িয়ে দিলেন দলের নেতা তথা কলকাতার মেয়র ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

এদিন তিনি বলেন, ''বিজেপি পশ্চিমবঙ্গের মানুষকে অপমান করছে। পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়। এখানে শান্তির বাতাবরণ রয়েছে।''

আরও পড়ুন: ভিডিয়ো: স্রোত যেদিকে নিয়ে চলে, সেদিকেই চলি, এক্সক্লুসিভ মিমি

যদিও বিজেপির দাবি, পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়। রাজ্যের পুলিস শাসক দল তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করে। কিন্তু বিজেপির এই অভিযোগ মানতে নারাজ মেয়র।

তাঁর পাল্টা দাবি, ''বিজেপির পায়ের তলায় মাটি নেই। সারা ভারত থেকে উত্খাত হবে। পশ্চিমবঙ্গে তার কিছু নেই। তাই এখন গিয়ে নির্বাচন কমিশনকে স্পর্শকাতর বুথের কথা বলছে।''

আরও পড়ুন: রাজ্যের স্পর্শকাতর কেন্দ্রের তালিকা চেয়ে পাঠাল নির্বাচন কমিশন

ফিরহাদ হাকিমের কটাক্ষ, ''বিজেপি নিজেই স্পর্শকাতর হয়ে গিয়েছে। তাকে দেখলে এখন লোকেরা ভয় পাচ্ছে।'' সেই কারণেই তিনি প্রশ্ন তুলেছেন যে পশ্চিমবঙ্গের মানুষকে অপমান করার অধিকার বিজেপিকে কে দিল? তাঁর বক্তব্য, ''আমরা এখানে ভালো আছি, সুখে আছি।''

আরও পড়ুন: সাত দফায় ভোট বিজেপির গেম প্ল্যান, নবান্নে বললেন মমতা

একই সঙ্গে তিনি সতর্কতাবাণীও শুনিয়েছেন। বলেছেন, ''নির্বাচন কমিশন বিজেপির কথায় প্রভাবিত হলে বোঝা যাবে নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়।''

.