অশান্তি বেড়েই চলেছে তৃণমূলে
তৃণমূলের ঘরে অশান্তি যেন বেড়েই চলেছে। একদিকে সারদাতদন্তে সিবিআই অস্বস্তিতে জেরবার রাজ্যের শাসকদল। অন্যদিকে অন্দরমহলেই বিদ্রোহের ঝড়। কখনও দলবদল করে নেতারা যাচ্ছেন বিজেপিতে। কোথাও আবার প্রকাশ্যেই ক্ষোভ উগড়ে দিচ্ছেন নেতামন্ত্রীরা। কারা কারা বিদ্রোহ করতে পারেন সেই তালিকা তৈরি করতে রীতিমতো হিমশিম খাচ্ছেন শীর্ষ নেতারা।এদিকে আঠাশ তারিখ মুকুল রায়ের সিবিআই-হাজিরা। তৃণমূল সাংসদের আর্জি মঞ্জুর করেছে সিবিআই।
ওয়েব ডেস্ক: তৃণমূলের ঘরে অশান্তি যেন বেড়েই চলেছে। একদিকে সারদাতদন্তে সিবিআই অস্বস্তিতে জেরবার রাজ্যের শাসকদল। অন্যদিকে অন্দরমহলেই বিদ্রোহের ঝড়। কখনও দলবদল করে নেতারা যাচ্ছেন বিজেপিতে। কোথাও আবার প্রকাশ্যেই ক্ষোভ উগড়ে দিচ্ছেন নেতামন্ত্রীরা। কারা কারা বিদ্রোহ করতে পারেন সেই তালিকা তৈরি করতে রীতিমতো হিমশিম খাচ্ছেন শীর্ষ নেতারা।এদিকে আঠাশ তারিখ মুকুল রায়ের সিবিআই-হাজিরা। তৃণমূল সাংসদের আর্জি মঞ্জুর করেছে সিবিআই।
তার আগের দিনই সুপ্রিম কোর্টে মামলার শুনানিতে রাজ্যের হয়ে সওয়াল করবেন কপিল সিব্বিল। স্বস্তির বলতে এটুকুই। আঠাশে জানুয়ারি মুকুল রায়ের সিবিআই হাজিরার দিনই রাজ্যজুড়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে চলেছে তৃণমূল। তবে দলের অন্দরে ভাঙনের জেরে আদৌ সেই কর্মসূচি সফল হবে কিনা , তা নিয়েও চিন্তায় থিঙ্কট্যাঙক।