একশো দিনের কাজে কেন্দ্র অবস্থানে না বদলালে দিল্লি গিয়ে প্রতিবাদ জানাতে সম্মত তৃণমূল-বাম-কংগ্রেস

Updated By: Nov 20, 2014, 11:22 PM IST
একশো দিনের কাজে কেন্দ্র অবস্থানে না বদলালে দিল্লি গিয়ে প্রতিবাদ জানাতে সম্মত তৃণমূল-বাম-কংগ্রেস

একশো দিনের কাজ নিয়ে অবস্থান বদল করুক কেন্দ্র। না হলে দিল্লি গিয়ে প্রতিবাদ জানানো হবে। আজ সর্বসম্মতভাবে এই প্রস্তাব গৃহীত হয়েছে রাজ্য বিধানসভায়। এই ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে একজোট তৃণমূল, বাম এবং কংগ্রেস। যদিও বিধানসভার একমাত্র বিজেপি বিধায়কের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে একশো দিনের কাজের টাকা ব্যবহার করছে রাজ্য।

কেন্দ্রের বিরুদ্ধে রাজ্য সরকারের বঞ্চনার অভিযোগ নতুন নয়। তবে একশো দিনের কাজ নিয়ে এবার এককাট্টা শাসক-বিরোধী দুই শিবিরই। কেন্দ্রীয় এই প্রকল্পে বকেয়া টাকা না পাওয়ার অভিযোগ তো আছেই। এবার একশো দিনের পরিধি কাটছাঁটের সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। প্রতিবাদে সর্বসম্মত প্রস্তাব নেওয়া হয়েছে রাজ্য বিধানসভায়।

বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার বিষয়ে একমত রাজ্যের একমাত্র বিজেপি বিধায়কও। তবে তাঁর অভিযোগ, প্রকল্পের টাকা নিয়ে রাজনীতি করছে তৃণমূল সরকার।

 

.