বেসরকারি হাসপাতাল ছেড়ে এসএসকেএমে ভর্তি হলেন মদন মিত্র, শুরু বিতর্ক

বেসরকারি হাসপাতাল ছেড়ে এসএসকেএমে ভর্তি হলেন মদন মিত্র। সিবিআইয়ের জেরা এড়াতেই নিজের খাস তালুকে স্থান বদল মন্ত্রীর। অভিযোগ বিরোধীদের। যদিও মন্ত্রীর দাবি এক ছাতার তলায় সমস্ত পরিষেবা পাবেন বলেই হাসপাতাল বদলের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

Updated By: Nov 20, 2014, 08:10 PM IST
বেসরকারি হাসপাতাল ছেড়ে এসএসকেএমে ভর্তি হলেন মদন মিত্র, শুরু বিতর্ক

ওয়েব ডেস্ক: বেসরকারি হাসপাতাল ছেড়ে এসএসকেএমে ভর্তি হলেন মদন মিত্র। সিবিআইয়ের জেরা এড়াতেই নিজের খাস তালুকে স্থান বদল মন্ত্রীর। অভিযোগ বিরোধীদের। যদিও মন্ত্রীর দাবি এক ছাতার তলায় সমস্ত পরিষেবা পাবেন বলেই হাসপাতাল বদলের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

শুক্রবার সিবিআই তলব করেছে পরিবহণ মন্ত্রীকে। তার আগেই বেসরকারি হাসপাতাল ছেড়ে এসএসকেএমের কার্ডিওলজি বিভাগে ভর্তি হলেন মদন মিত্র। বৃহস্পতিবার বেসরকারি হাসপাতালেই পিঠে অস্ত্রপচারের কথা ছিল পরিবহণ মন্ত্রীর। প্রস্তুতিও চলছিল সেভাবেই। এরমধ্যে হঠাত্‍ই হাসপাতাল বদলের সিদ্ধান্ত নেন  মদন মিত্র।  শুক্রবার সিবিআই তলবেও হাজির থাকার সম্ভাবনা নেই পরিবহণ মন্ত্রীর। সিবিআইয়ের জেরা এড়াতেই মন্ত্রীর এই হাসপাতাল বদলের সিদ্ধান্ত। অভিযোগ বিরোধীদের।

পরিবহণ মন্ত্রী জানিয়েছেন, এক ছাতার তলায় সমস্ত পরিষেবা পাব বলেই হাসপাতাল ছেড়েছি। সিবিআই চাইলে এখানেও আসতে পারে। বেসরকারি হসপাতালের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। বাড়ির কাছে হওয়াতেই এখানে ভর্তি হয়েছি। সুস্থ হলেই সিবিআইয়ের কাছে যাব।

.