Bidhannagar Municipal Election 2022: 'প্রত্যেক ভোটে ওই মেয়েটি এসে আমাকে মারে', বিধাননগরে বুথের মধ্যেই ২ প্রার্থীর 'হাতাহাতি'

ছাপ্পা ভোটের অভিযোগ উড়িয়ে তৃণমূল প্রার্থীর পাল্টা দাবি, "মিথ্যে অভিযোগ করছে। সাধারণ মানুষ ভোট দিচ্ছে।"

Updated By: Feb 12, 2022, 11:09 AM IST
Bidhannagar Municipal Election 2022: 'প্রত্যেক ভোটে ওই মেয়েটি এসে আমাকে মারে', বিধাননগরে বুথের মধ্যেই ২ প্রার্থীর 'হাতাহাতি'
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন : পুরভোট ঘিরে ধুন্ধুমার বিধাননগর পুরসভার (Bidhannagar Municipal Election 2022) ৩৭ নম্বর ওয়ার্ডে। শাসকদলের ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ ঘিরে বাঁধল তুলকালাম। বুথের ভিতরই বচসায় জড়াল তৃণমূল-বিজেপি-বাম, তিন পক্ষ। হাতাহাতিতে জড়িয়ে পড়ল ২ প্রার্থী। তৃণমূল প্রার্থীর অভিযোগ, অপর্ণা চৌধুরী নামে ওই মহিলা বাইরে থেকে এসে প্রতিবার ভোটেই তাঁকে মারেন। ইতিমধ্যেই মারামারি, হাতাহাতির ঘটনায় রিপোর্ট তলব করেছে কমিশন। রিটার্নিং অফিসারকে রিপোর্ট জানাতে নির্দেশ।

বিধাননগর পুরসভার ৩৭ নম্বর ওয়ার্ডের রিজার্ভ ব্যাঙ্কের কমিউনিটি হলে সকাল থেকেই শুরু হয় ভোটগ্রহণ (Bidhannagar Municipal Election 2022)। জানা যাচ্ছে, ভোট চলাকালীন-ই বিরোধী বিজেপি (BJP) ও বাম শিবির খবর পায় যে, সেখানে তৃণমূল (TMC) প্রার্থী তাঁর দলবল নিয়ে ছাপ্পা ভোট করাচ্ছেন। এরপরই বুথে গিয়ে প্রথমে প্রিসাংডিং অফিসারের সাথে কথা বলেন বাম প্রার্থী। তিনি অভিযোগ করেন যে, এখানে কোনও এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না। পুলিসের দেখা নেই। শাসকদল ছাপ্পা ভোট করাচ্ছে। এরপই সেখানে পৌঁছন বিজেপি প্রার্থী। তিনিও একই অভিযোগ করেন। অন্য জায়গার ভোটার হয়ে কেন তৃণমূল প্রার্থী এখানে? প্রশ্ন তোলেন বিজেপি প্রার্থী।

ইতিমধ্যেই সেখানে এসে উপস্থিত হন তৃণমূল প্রার্থী। তারপরই শুরু হয় বচসা। কথা কাটাকাটি থেকে বুথের মধ্যেই একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। তুলকালাম বেঁধে যায়। যদিও ছাপ্পা ভোটের অভিযোগ উড়িয়ে তৃণমূল প্রার্থীর পাল্টা দাবি, "মিথ্যে অভিযোগ করছে। সাধারণ মানুষ ভোট দিচ্ছে। সিন ক্রিয়েট করছে সিপিএম এবং বিজেপি। এখানে এসে উচ্ছৃঙ্খলতা করল। আমাকে মারল।" তিনি আরও দাবি করেন যে, "ওই মেয়েটি বাইরে থেকে এসে প্রত্যেক ভোটে মারে আমাকে, ওই অপর্ণা চৌধুরী।"

প্রসঙ্গত, বিধাননগরে মোট বুথের সংখ্যা ৫২৩। বিধাননগরে মোট ভোট দেবেন ৪ লক্ষ ৪৬ হাজার ৭৪০ জন। এদিন ভোটগ্রহণ শুরুর এক ঘণ্টা আগে থেকেই ভোটারদের লাইন পড়তে দেখা যায় বেশ কয়েকটি ওয়ার্ডে। এরপর ভোট শুরু হতেই বিধাননগর পুরনিগমের ১৯ নম্বর ওয়ার্ডের শরৎ স্মৃতি প্রাথমিক বুনিয়াদি বিদ্যালয়ের ১৯ /১ নম্বর বুথে ইভিএম বদলের অভিযোগ ওঠে। বিজেপি প্রার্থী সুনীতা ঘোষ ইভিএম বদলের অভিযোগ করেন।

আরও পড়ুন, জিতেন্দ্র তেওয়ারির স্ত্রীকে হেনস্থার অভিযোগ, বুথে বিক্ষোভ তৃণমূলের

অগ্নিমিত্রা পালের বাড়ির সামনে মোতায়েন পুলিস, গাড়ি ঘিরে রাখার অভিযোগ 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.