TMC Brigade 2024: তালিকায় নবীন-প্রবীণ ভারসাম্য! বাংলার ৪২ আসনে প্রার্থীদের নাম ঘোষণা তৃণমূলের...

বারাকপুরে বাদ বিদায়ী সাংসদ অর্জুন সিং। তাঁর বদলে এবার টিকিট পেলেন পার্থ ভৌমিক। বিষ্ণুপুর কেন্দ্রে সৌমিত্র খাঁর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। তমলুক থেকে ভোটে লড়বেন দেবাংশু ভট্টাচার্য।

Updated By: Mar 10, 2024, 04:07 PM IST
TMC Brigade 2024: তালিকায় নবীন-প্রবীণ ভারসাম্য! বাংলার ৪২ আসনে প্রার্থীদের নাম ঘোষণা তৃণমূলের...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জল্পনা ছিলই। ব্রিগেডে 'জনগর্জন সভা'র মঞ্চ থেকে রাজ্যের ৪২ আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করে দিল তৃণমূল। টিকিট পেলেন কারা? প্রার্থী তালিকায় যেমন  রয়েছেন সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো দলের প্রবীণ নেতা, তেমনি জায়গা পেলেন সায়নী ঘোষ, দেবাংশু ভট্টাচার্যরাও। বাদ পড়লেন অর্জুন সিং-সহ ৭ বিদায়ী সাংসদ।

আরও পড়ুন:   TMC Full Candidate List: ইউসুফ পাঠান থেকে রচনা, তৃণমূলের তালিকায় মেগা চমক!

আর বেশি দেরি নেই। লোকসভা ভোটের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। কলকাতায় ঘুরে গিয়েছে নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। কবে নির্ঘণ্ট ঘোষণা? ১৩ মার্চ।  মন্ত্রিসভার বৈঠকে তেমনই ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। সঙ্গে নির্দেশ, সঙ্গে নির্দেশ, ভোট ঘোষণার আগেই সমস্ত প্রকল্পের কাজ শেষ করতে হবে। এমনকী, নতুন কোন ঘোষণা থাকলে, তাও ১২ তারিখের মধ্যেই করতে হবে। 

এদিকে ভোটের আগে কেন্দ্রীয় বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সুর চড়াচ্ছে তৃণমূল। আজ, রবিবার সমাবেশ হল ব্রিগেডে। নাম, 'জনগর্জন সভা'। সেই সভা থেকে একে একে রাজ্যের ৪২ আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করলেন অভিষেক। তারপর? যাঁরা প্রার্থী হলেন, তাঁরা মঞ্চে উঠলেন এবং দলনেত্রী মমতার পিছনে পিছনে হাঁটলেন ব়্যাম্পেও।

লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী কারা?

----

 কোচবিহার - জগদীশ চন্দ্র বাসুনিয়া  
 আলিপুরদুয়ার - প্রকাশ চিক বরাইক
 জলপাইগুড়ি - নির্মল চন্দ্র রায় 
 দার্জিলিং - গোপাল লামা
 রায়গঞ্জ -কৃষ্ণ কল্যানী
 বালুরঘাট - বিপ্লব মিত্র
 মালদা উত্তর - প্রসূন বন্দ্যোপাধ্যায় (প্রাক্তন পুলিস কর্তা)
 মালদা দক্ষিণ - শাহনওয়াজ আলি রেহান
 জঙ্গিপুর - খলিলুর রহমান
 বহরমপুর - ইউসুফ পাঠান (প্রাক্তন ক্রিকেটার)
 মুর্শিদাবাদ - আবু তাহের খান
 কৃষ্ণনগর - মহুয়া মৈত্র
 রানাঘাট - মুকুটমনি অধিকারী
 বনগাঁ - বিশ্বজিৎ দাস
 ব্যারাকপুর - পার্থ ভৌমিক
 দমদম - সৌগত রায়
 বারাসাত - কাকলি ঘোষ দস্তিদার
 বসিরহাট - হাজি নুরুল ইসলাম
 জয়নগর - প্রতিমা মন্ডল
 মথুরাপুর - বাপি হালদার
 ডায়মন্ড হারবার - অভিষেক বন্দ্যোপাধ্যায়
 যাদবপুর - সায়নী ঘোষ
 কলকাতা দক্ষিণ - মালা রায়
 কলকাতা উত্তর - সুদীপ বন্দ্যোপাধ্যায়
 হাওড়া - প্রসূন বন্দ্যোপাধ্যায় (ফুটবলার)
 উলুবেড়িয়া - সাজদা আহমেদ
 শ্রীরামপুর - কল্যাণ বন্দ্যোপাধ্যায়
 হুগলি - রচনা বন্দ্যোপাধ্যায়
 আরামবাগ - মিতালি বাগ
 তমলুক - দেবাংশু ভট্টাচার্য
 কাঁথি - উত্তম বারিক
 ঘাটাল - দীপক অধিকারী (দেব)
 ঝাড়গ্রাম - কালিপদ সোরেন
 মেদিনীপুর - জুন মালিয়া
 পুরুলিয়া - শান্তিরাম মাহাতো
 বাঁকুড়া - অরূপ চক্রবর্তী
 বিষ্ণুপুর - সুজাতা মন্ডল খাঁ
 বর্ধমান পূর্ব - ড. শর্মিলা সরকার
 বর্ধমান-দুর্গাপুর - কীর্তি আজাদ
 আসানসোল - শত্রুঘ্ন সিনহা
 বোলপুর - অসিত কুমার মাল
 বীরভূম - শতাব্দী রায়
 
গত লোকসভা ভোটে ব্যারাকপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী ছিলেন অর্জুন সিং। সাংসদ নির্বাচিত হয়েছিল তিনি। এরপর একুশের বিধানসভা ভোটের ফল ঘোষণা পর, তৃণমূলে ফেরেন অর্জুন। কিন্তু এবার লোকসভা ভোটে টিকিট পেলেন না বিদায়ী সাংসদ। তাঁর বদলে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। বিষ্ণুপুরে বিজেপির সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে লড়বেন সুজাতা মণ্ডল। তমলুকে প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, আর যাদবপুরে সায়নী ঘোষ।  
 
 
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)
.