তালা না ভেঙেই চিকিত্সকের বাড়িতে চুরি, খোয়া গেল দেড় লক্ষ টাকা
তালা না ভেঙেই সল্টলেকে এক চিকিত্সকের বাড়িতে চুরি হয়ে গেল সব। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। তবে, এখনও পর্যন্ত এই ঘটনায় জড়িত সন্দেহে কাউকে গ্রেফতার করা যায়নি।
ওয়েব ডেস্ক : তালা না ভেঙেই সল্টলেকে এক চিকিত্সকের বাড়িতে চুরি হয়ে গেল সব। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। তবে, এখনও পর্যন্ত এই ঘটনায় জড়িত সন্দেহে কাউকে গ্রেফতার করা যায়নি।
আরও পড়ুন- বিদ্যাসাগর সেতু থেকে সেনা না সরলে রাতে নবান্ন ছাড়বেন না মমতা!
গতকাল সেক্টর ফাইভের মহিষ বাথানের বাড়িতে ফেরেন আগরতলা মেডিক্যাল কলেজের প্রফেসর ভুপেশ সিল। বাড়িতে ঢুকেই দেখতে পান গোটা বাড়িই লন্ডভন্ড। ফ্রিজ, আলমারি, গ্যাস সিলিন্ডার কিছুই নেই ঘরে। এমনকী খোয়া গেছে দেড় লক্ষ টাকার বাতিল নোটও। এই ঘটনার পরই ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেছেন ওই চিকিত্সক অধ্যাপক।