নোটের ধাক্কা বাজারে
মাসের শুরুতে নোট-সঙ্কটের ধাক্কা বাজারেও। ভোর থেকে লম্বা লাইন এটিএম, ব্যাঙ্কের সামনে। বাজারে মাছি তাড়াচ্ছেন বিক্রেতারা। মানুষের হাতে এমনিতেই টাকার জোগান কম। ফলে খরচের ক্ষেত্রেও সাবধানী সকলে।
Updated By: Dec 3, 2016, 10:12 AM IST
ওয়েব ডেস্ক : মাসের শুরুতে নোট-সঙ্কটের ধাক্কা বাজারেও। ভোর থেকে লম্বা লাইন এটিএম, ব্যাঙ্কের সামনে। বাজারে মাছি তাড়াচ্ছেন বিক্রেতারা। মানুষের হাতে এমনিতেই টাকার জোগান কম। ফলে খরচের ক্ষেত্রেও সাবধানী সকলে।
বাজারহাট হচ্ছে মেপে। সবজি বাজারই হোক বা মাছ-মাংসের বাজার, সব জায়গাতেই এক ছবি। বিক্রেতাদের বাজার খারাপ। কে বলবে, আজ মাসের তিন তারিখ? ব্যাঙ্ক-এটিএমে লাইন দিয়েও টাকা না মেলায়, পকেট খালি আমজনতার। যার সরাসরি প্রভাব পড়ছে বাজারে। শহরের উত্তর থেকে দক্ষিণ, ছবিটা এক।
আরও পড়ুন, #NoCash! মাসের তিন তারিখেও হাত ফাঁকা, ২০০০ ভাঙাতে জীবন জেরবার
Tags: