আগামী সপ্তাহ থেকেই চালু হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রো

এর আগে একাধিক হার ট্রায়াল রান চললেও, বিভিন্ন কারণে পিছিয়ে যায় উদ্বোধনের দিন। তৈরি হয় ধোঁয়াশা। তবে শেষ পর্যন্ত উদ্বোনের দিন ঘোষণায় আপাতত স্বস্তিতে যাত্রীরা। 

Reported By: শ্রেয়সী গঙ্গোপাধ্যায় | Updated By: Feb 3, 2020, 05:03 PM IST
আগামী সপ্তাহ থেকেই চালু হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রো

নিজস্ব প্রতিবেদন: হাজারও টালবাহানার পর অবশেষে উদ্বোধনে দিন ঘোষণা করল ইস্ট-ওয়েস্ট মেট্রো। সব ঠিকঠাক থাকলে আগামী  ১৩ ফেব্রুয়ারি উদ্বোধন হবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। এদিন থেকেই যাত্রী নিয়ে বাণিজ্যিকভাবে শুরু হবে পথ চলা। KMRCL-এর তরফে জানানো হয়েছে, চলতি মাসের ১৩ তারিখ ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করবেন রেলমন্ত্রী। এ দিন প্রথম পর্যায়ে যাত্রী নিয়ে সেক্টর ফাইভ থেকে স্টেডিয়াম পর্যন্ত চলবে মেট্রো। প্রথম পর্যায়ে করুণাময়ী-সহ ৬ টি স্টেশনে দাঁড়াবে। তবে সূত্রের খবর কয়েকমাসের মধ্যেই ফুলবাগান পর্যন্ত পরিষেবা চালু হবে।

আরও পড়ুন: KYC-র ভুয়ো মেসেজ পাঠিয়েই paytm প্রতারণা, গ্রেফতার সিদ্ধহস্ত দুষ্কৃতীরা

এর আগে একাধিক হার ট্রায়াল রান চললেও, বিভিন্ন কারণে পিছিয়ে যায় উদ্বোধনের দিন। তৈরি হয় ধোঁয়াশা। তবে শেষ পর্যন্ত উদ্বোনের দিন ঘোষণায় আপাতত স্বস্তিতে যাত্রীরা। 
উল্লেখ্য, এর আগেই মেট্রোরেলের তরফে জানানো হয়েছিল ভাড়ার তালিকা, ইস্ট-ওয়েস্ট মেট্রোয় ২ কিলোমিটার পর্যন্ত ভাড়া ৫ টাকা৷ ৫ কিমি পর্যন্ত ভাড়া হবে ১০ টাকা৷ ১০ কিলোমিটার পর্যন্ত ভাড়া হবে ২০ টাকা৷ ১৬.৫ কিলোমিটার পর্যন্ত ভাড়া হবে ৩০ টাকা৷

.