বহুতলের ছাদ থেকে আত্মহত্যা রুখতে নয়া `দাওয়াই` পুলিশের

বহুতলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনা বাড়ছে। প্রতিরোধে নজরদারি বাড়াতে বলেছে  কলকাতা পুলিস। বলা হয়েছে, ছাদে সর্বক্ষণ নিরাপত্তারক্ষী রাখতে হবে। লিফট, সিঁড়িতে বসাতে হবে সিসিটিভি। যদিও, শহরের বিভিন্ন বহুতলের আবাসিকদের বক্তব্য, পুলিসের ফরমান অনুযায়ী সবকিছু করতে গেলে খরচ বাড়বে। আর, ছাদে নজরদারি বাড়ালে যিনি আত্মহত্যা করতে চান তিনি সহজেই অন্য পথ বেছে নেবেন। ফলে, আত্মহত্যা ঠেকাতে পুলিসের এই দাওয়াই বাস্তবে কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Updated By: Oct 9, 2012, 09:50 AM IST

বহুতলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনা বাড়ছে। প্রতিরোধে নজরদারি বাড়াতে বলেছে  কলকাতা পুলিস। বলা হয়েছে, ছাদে সর্বক্ষণ নিরাপত্তারক্ষী রাখতে হবে। লিফট, সিঁড়িতে বসাতে হবে সিসিটিভি। যদিও, শহরের বিভিন্ন বহুতলের আবাসিকদের বক্তব্য, পুলিসের ফরমান অনুযায়ী সবকিছু করতে গেলে খরচ বাড়বে। আর, ছাদে নজরদারি বাড়ালে যিনি আত্মহত্যা করতে চান তিনি সহজেই অন্য পথ বেছে নেবেন। ফলে, আত্মহত্যা ঠেকাতে পুলিসের এই দাওয়াই বাস্তবে কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

.