প্রেসিডেন্সিতে হামলা, শাসকের নিশানায় উপাচার্য

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় অস্বস্তি এড়াতে উপাচার্যকেই নিশানায় করল শাসক দল। হামলা নিয়ে শাসক দলের দিকেই আঙুল তুলেছিলেন উপাচার্য মালবিকা সরকার। এবারে উপাচার্যের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়৷ বললেন, মালবিকা সরকারের ইতিহাস-ভূগোল আগে দেখা দরকার৷

Updated By: Apr 12, 2013, 08:54 AM IST

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় অস্বস্তি এড়াতে উপাচার্যকেই নিশানায় করল শাসক দল। হামলা নিয়ে শাসক দলের দিকেই আঙুল তুলেছিলেন উপাচার্য মালবিকা সরকার। এবারে উপাচার্যের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়৷ বললেন, মালবিকা সরকারের ইতিহাস-ভূগোল আগে দেখা দরকার৷
ঐতিহ্যশালী প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে হামলার নিন্দা, প্রতিবাদে উত্তাল রাজপথ। বুধবার ভাঙচুরের পরই স্বয়ং উপাচার্য প্রকাশ্যে অভিযোগ করেন, হামলাকারীদের হাতে তৃণমূলের পতাকা ছিল৷
হামলাকারীদের হাতে শাসক দলের পতাকা থাকার কথা উপাচার্য জানিয়েছেন রাজ্যপালকেও। উপাচার্য শাসকদলকে দায়ী করলেও তা মানতে রাজি ছিলেন না রাজ্যের মন্ত্রীরা।
তৃণমূলের কেউ ঘটনায় জড়িত নন, এই দাবিতে শুরু থেকেই অনড় শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূলের নামে অভিযোগ করায় বৃহস্পতিবার শিল্পমন্ত্রী নিশানা করেন প্রেসিডেন্সির উপাচার্য রেজিস্ট্রারকেই৷ প্রশ্ন তোলেন সংবাদ মাধ্যমের কাছে তাঁদের মুখ খোলা নিয়ে।
শিল্পমন্ত্রীর থেকে আরও একধাপ এগিয়ে উপাচার্যের রাজনৈতিক অবস্থান নিয়েই প্রশ্ন তুলেছেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়৷
শিক্ষামন্ত্রী অবশ্য গোটা ঘটনারই দায় চাপিয়েছেন বিরোধী সিপিআইএমের ওপর। তার অভিযোগ, দিল্লির ঘটনার ড্যামেজ কন্ট্রোল করতেই প্রেসিডেন্সিতে হামলা।
শাসক দলের ক্ষোভের মুখে সুর নরম হয়েছে উপাচার্যেরও। হামলাকারীদের রাজনৈতিক রং চিহ্নিত করতে গিয়েই শাসকদলের আক্রমণের নিশানায় উপাচার্য। আক্রমণের সেই সুরই স্পষ্ট হয়েছে মন্ত্রীদের মন্তব্যে।

.