ভারী পাথরের আঘাতে মাথা থেঁতলে পরপর দুটি খুন, তবে কি ফিরে এল স্টোনম্যান?

তিন সপ্তাহ আগে গোলাবাড়ি। তারপর আজ ব্যাঁটরা। একই কায়দায় ভারী পাথরের আঘাতে মাথা থেঁতলে পরপর দুটি খুন। তবে কি ফিরে এল স্টোনম্যান? হাওড়াবাসীর মনে আতঙ্কের ছায়া।

Updated By: Jul 6, 2016, 05:10 PM IST
ভারী পাথরের আঘাতে মাথা থেঁতলে পরপর দুটি খুন, তবে কি ফিরে এল স্টোনম্যান?

ওয়েব ডেস্ক: তিন সপ্তাহ আগে গোলাবাড়ি। তারপর আজ ব্যাঁটরা। একই কায়দায় ভারী পাথরের আঘাতে মাথা থেঁতলে পরপর দুটি খুন। তবে কি ফিরে এল স্টোনম্যান? হাওড়াবাসীর মনে আতঙ্কের ছায়া।

স্টোনম্যান। সাতাশ বছর আগে সে কলকাতাবাসীর শিরদাঁড়ায় বইয়ে দিয়েছিল আতঙ্কের হিমস্রোত। শহরে কি আবার সেই ঘাতকের পদধ্বনি?

আর পাঁচটা দিনের মতো বুধবারও মধ্য হাওড়ার ব্যাঁটরায় বিজয়ানন্দ পার্কে প্রাতঃভ্রমণে গিয়েছিলেন এলাকার বাসিন্দারা। পার্কের বেঞ্চের পাশে তাঁদের চোখে পড়ে থ্যাঁতলানো মৃতদেহ। পাশে পড়ে রক্তমাখা ইট-পাথর। পাথরের ঘায়ে ক্ষতবিক্ষত নিহত যুবকের মাথা। খুন, ঠিক স্টোনম্যানের কায়দায়। আতঙ্কিত এলাকার বাসিন্দারা।

তিন সপ্তাহ আগে উত্তর হাওড়ার গোলাবাড়িতে রাস্তার ধারে মেলে রক্তাক্ত মৃতদেহ। কায়দাটাও ছিল একইরকম। ভারী জিনিসের আঘাতে মাথা থেঁতলে খুন। পরপর দুটি ঘটনা। সিরিয়াল কিলিংয়ের প্যাটার্ন। তবে কি আবার ফিরে এল স্টোনম্যান? প্রশ্ন আতঙ্কিত সাধারণ মানুষের। হাওড়ার ব্যাঁটরায় নিহত যুবকের পরিচয় জানা যায়নি। হাওড়া সিটি পুলিসের আধিকারিকরা ঘটনাস্থলে গেলেও খুনের কিনারা হয়নি। ঠিক যেমন ২৭ বছরেও ধরা পড়েনি কলকাতার স্টোনম্যান।

.