বেআইনি করাতকল ইস্যুতে হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য

এবার বেআইনি করাতকল ইস্যুতেও আদালতে ধাক্কা খেল রাজ্য। রাজ্যের সব বেআইনি করাতকল বন্ধের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে দশ সপ্তাহের মধ্যে সব বেআইনি করাতকল বন্ধ করতে বলা হয়েছে। বেআইনি করাতকলের বিদ্যুত্‍ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশও দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে পুরসভা ও পঞ্চায়েতগুলিকে সব বেআইনি করাতকলের ট্রেড লাইসেন্স বাতিল করতে বলেছে আদালত।

Updated By: Mar 16, 2013, 01:43 PM IST

এবার বেআইনি করাতকল ইস্যুতেও আদালতে ধাক্কা খেল রাজ্য। রাজ্যের সব বেআইনি করাতকল বন্ধের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে দশ সপ্তাহের মধ্যে সব বেআইনি করাতকল বন্ধ করতে বলা হয়েছে। বেআইনি করাতকলের বিদ্যুত্‍ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশও দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে পুরসভা ও পঞ্চায়েতগুলিকে সব বেআইনি করাতকলের ট্রেড লাইসেন্স বাতিল করতে বলেছে আদালত।
এবিষয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেসম্পর্কে অতিরিক্ত মুখ্যসচিবকে অ্যাকশন টেকেন রিপোর্ট আদালতে পেশ করতে বলা হয়েছে। যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে অতিরিক্ত মুখ্যসচিব ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন বলে জানিয়েছে হাইকোর্ট। বেআইনি করাতকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াকে কেন্দ্র করে এর আগে বনমন্ত্রী হিতেন বর্মনের সঙ্গে সংঘাতের পথে গিয়েছিলেন রাজ্যের তত্‍কালীন মুখ্য বনপাল এম এস সুলতান। এর জেরে সুলতানের ক্ষমতাও খর্ব করা হয়। বনমন্ত্রী সেসময় বলেছিলেন, বিভিন্ন বেআইনি করাতকলকে বৈধ করার প্রক্রিয়া শীঘ্রই শুরু করবে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে হাইকোর্টের এই রায় রাজ্য সরকারের অস্বস্তি বাড়াল। কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর এব্যাপারে বন দফতরের কাছে রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী।

.