নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশ করল রাজ্য
Updated By: Sep 18, 2015, 12:56 PM IST
স্বাধীনতার ৬৮ বছর পর অবশেষে প্রকাশিত হল নেতাজি সংক্রান্ত ৬৪টি ফাইল। মোট ১২ হাজার ৭০০ পাতার ফাইলগুলির কপি তুলে দেওয়া হবে নেতাজির পরিবারের হাতে। সোমবার
থেকেসুখিয়া স্ট্রিটে কলকাতা পুলিসের মিউজিয়ামে ফাইলগুলি দেখার সুযোগ পাবেন সাধারণ মানুষ।
অন্যদিকে চন্দ্র বোসের অভিযোগ, ১৯৫৬ সালে নেতাজি অন্তর্ধান সংক্রান্ত একটা ফাইল ১৯৭২ সালে তত্কালীন কংগ্রেস সরকার পুড়িয়ে নষ্ট করে দেয়। শুধুমাত্র ওই ফাইলের কভার পেজটি রয়েছে
মিউজিয়ামে। তার ভেতরে কিছু নেই। তবে এই ফাইলগুলো থেকে অন্তর্ধান সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে বলেই মনে করছেন তিনি। এই ফাইল প্রকাশ হওয়ায় কেন্দ্রের কাছে থাকা ১৩০টি
গোপন ফাইলও এবার প্রকাশ্যে আসবে বলেই মনে করছেন তিনি।