স্কুলে সংখ্যালঘু পড়ুয়া ৭০% হলেই তৈরি করতে হবে ডাইনিং হল, নির্দেশ রাজ্যের

৭০ শতাংশের অধিক পড়ুয়া থাকলে স্কুলে ডাইনিং হল, নির্দেশ রাজ্য সরকারের। 

Updated By: Jun 27, 2019, 11:44 PM IST
স্কুলে সংখ্যালঘু পড়ুয়া ৭০% হলেই তৈরি করতে হবে ডাইনিং হল, নির্দেশ রাজ্যের

নিজস্ব প্রতিবেদন: রাজ্যের স্কুলগুলিতে সংখ্যালঘু পড়ুয়ার সংখ্যা অধিক হলে তৈরি করতে হবে ডাইনিং হল। সরকারি স্কুলগুলিতে পাঠানো হল সংখ্যালঘু বিষয়ক দফতরের এমন নির্দেশিকা। ওই নির্দেশিকায় বলা হয়েছে, ২৮ জুনের মধ্যে ৭০ শতাংশের বেশি পড়ুয়া রয়েছে, এমন স্কুলের তালিকা পাঠাতে হবে। 

প্রতিটি জেলায় নির্দেশিকা পাঠিয়ে বলা হয়েছে, ৭০ শতাংশের বেশি সংখ্যালঘু পড়ুয়া রয়েছে এমন সরকারি বা সরকার পোষিত স্কুলগুলিকে চিহ্নিত করতে হবে। স্কুলের নাম, ব্লক বা পুরসভা, পড়ুয়ার সংখ্যা, সংখ্যালঘু পড়ুয়ার সংখ্যা ও সংখ্যালঘু পড়ুয়ার হার- ইত্যাদি তথ্য পাঠাতে হবে ২৮ জুনের মধ্যে।


              

সর্বশিক্ষা অভিযান প্রকল্পে দেশের প্রতিটি স্কুলেই পড়ুয়াদের দেওয়া হয় মিড ডে মিল। স্কুল ছুট রুখতে মিড মিল প্রকল্প চালু হয়েছিল। কিন্তু হঠাত্ করে শুধুমাত্র সংখ্যালঘু সংখ্যাধিক্য স্কুলেই কেন খাবারের ঘর তৈরি করার প্রয়োজন পড়ল? এর পিছনে সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। তাদের যুক্তি, মিড ডে মিল তো সব স্কুলে দেওয়া হয়, তাহলে আলাদা করে সংখ্যালঘুর সংখ্যা বেশি এমন স্কুলে ডাইনিং হল তৈরির নির্দেশিকা কেন জারি করল রাজ্য সরকার?    

আরও পড়ুন- চারশো কোটি প্রশান্তকে দিতে হবে না, মমতাকে 'পরিত্রাণে'র উপায় বাতলে দিলেন মুকুল

.