Municipal Election 2022: ৪ পুরসভার নির্বাচন পিছল কমিশন, ১২ ফেব্রুয়ারি পুরভোট

নয়া বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন

Updated By: Jan 15, 2022, 02:48 PM IST
Municipal Election 2022: ৪ পুরসভার নির্বাচন পিছল কমিশন, ১২ ফেব্রুয়ারি পুরভোট

নিজস্ব প্রতিবেদন: সমস্ত জল্পনার অবসান। ৩ সপ্তাহ পিছিয়ে দেওয়া হল চার পুরসভার ভোট  (Municipal Election 2022)। ১২ ফেব্রুয়ারি হবে ভোট। বিজ্ঞপ্তি জারি করল কমিশন (State Election Commission)। এর আগে ২২ জানুয়ারি বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর এবং আসানসোল কর্পোরেশনে ভোট (Municipal Election 2022) ঘোষণা করেছিল নির্বাচন কমিশন (State Election Commission)। ২৫ জানুয়ারি ছিল ফল ঘোষণার দিন।

কমিশন (State Election Commission) সূত্রে খবর, নতুন করে মনোনয়ন জমা নেওয়া হবে না। এতদিন যে আদর্শ আচরণবিধি জারি ছিল, তা চলবে। যা যা কোভিডবিধি ছিল, তাও জারি থাকবে। কেবল প্রচারের জন্য একটু বেশি সময় পেয়ে গেলেন প্রার্থীরা। এখনও পর্যন্ত যা সিদ্ধান্ত, ২৭ ফেব্রুয়ারি বাকি পুরসভাগুলোর ভোট হবে। 

কমিশনের সিদ্ধান্তচকে স্বাগত জানিয়েছেন শাসকদল তৃণমূল কংগ্রেসের (TMC) সাংসদ সৌগত রায়। তিনি বলেন, "ভালই হয়েছে। আমাদের আশা যে ভোট ভাগ ভাবে হবে। শান্তিপূর্ণ ভাবে হবে। বিরোধীরা কী বলছে তাতে কিছু আসে যায় না। ওরা দাঁড়ালেন ভোট পাবে না।" রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "আমরা অনেক আগেই দাবী করেছিলাম। বাংলায় একটা কথা আছে গরীবের কথা বাশি হলে ফলে। " সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "যে ভোট ঘোষণা করে সেদিনই আমরা ভুল বলেছিলাম। ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিন, ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, কীভাবে ২২ জানুয়ারি ভোট হয়?" কমিশন রাজ্য সরকারের অঙ্গুলিহেলনে চলছে বলেও দাবি করেন তিনি। ফেব্রুয়ারিতে ভোট হলেও করোনার সংক্রমণ কতটা রোখা যাবে, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। 

আরও পড়ুন: Jangalmahal Mela কি বন্ধ থাকবে? ঝাড়গ্রামের জেলাশাসককে ২৪ ঘণ্টা সময় দিল হাইকোর্ট

আরও পড়ুন:  Gariahat Murder: মূল অভিযুক্ত-সহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ পুলিসের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.