Municipal Election 2022: তিন সপ্তাহ পিছচ্ছে চার পুরসভার ভোট, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের সম্ভাবনা

শনিবারই নয়া বিজ্ঞপ্তি জারি করতে পারে কমিশন

Updated By: Jan 15, 2022, 12:53 PM IST
Municipal Election 2022: তিন সপ্তাহ পিছচ্ছে চার পুরসভার ভোট, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদন: তিন সপ্তাহ পিছিয়ে যাচ্ছে চার কর্পোরেশনের নির্বাচন (Municipal Election 2022)। রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission) সূত্রে এমনটাই খবর। তিন সপ্তাহ পিছিয়ে ১২ ফেব্রুয়ারি হতে পারে ৪ কর্পোরেশনের নির্বাচন (Municipal Election 2022)। আজ, শনিবারই নয়া বিজ্ঞপ্তি জারি করতে পারে কমিশন (State Election Commission)। এর আগে ২২ জানুয়ারি বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর এবং আসানসোল কর্পোরেশনে ভোট (Municipal Election 2022) ঘোষণা করেছিল নির্বাচন কমিশন (State Election Commission)। ২৫ জানুয়ারি ছিল ফল ঘোষণার দিন।

কোভিডের জন্য পুরভোটে (Municipal Election 2022) পিছিয়ে দেওয়ার দাবি ওঠে। কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলাও দায়ের হয়। মানুষের জীবনের কথা কথা মাথায় রেখে প্রয়োজনে ভোট পিছিয়ে দেওয়া পক্ষেই মত দেয় আদালত। কমিশনকে (State Election Commission) সিদ্ধান্ত নেওয়ার জন্য ৪৮ ঘণ্টার সময়সীমাও বেঁধে দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

শুক্রবারই নির্বাচন কমিশনের (State Election Commission) তরফে রাজ্য সরকারের মতামত জানতে চাওয়া হয়। এরপর রাজ্য সরকার নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানায় যে, ভোট পিছনোর ক্ষেত্রে তাদের কোনও আপত্তি নেই। যদিও রাজ্য সরকারের তরফে এটাও বলা হয়, কোভিড পরিস্থিতি মোকাবিলায় সবরকম ভাবেই প্রস্তুত ছিল রাজ্য সরকার। নির্বাচন কমিশনকে (State Election Commission) সাহায্যের জন্য যা যা দরকার, সেইসব বিষয়েই প্রস্তুত ছিল তারা। এরপরই কমিশনের সামনে পুরভোট (Municipal Election 2022) পিছনোর ক্ষেত্রে  কোনও বাধা থাকে না। ফলে সম্ভবত তিন সপ্তাহ ভোট পিছনোর সিদ্ধান্ত নিতে চলেছে কমিশন।

আরও পড়ুন: Jangalmahal Mela কি বন্ধ থাকবে? ঝাড়গ্রামের জেলাশাসককে ২৪ ঘণ্টা সময় দিল হাইকোর্ট

আরও পড়ুন: Gariahat Murder: মূল অভিযুক্ত-সহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ পুলিসের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

 

.