জিনিসপত্রের দাম কমাতে বাজার কমিটি ভেঙে দিল রাজ্য সরকার

Updated By: Nov 12, 2014, 11:23 PM IST
জিনিসপত্রের দাম কমাতে বাজার কমিটি ভেঙে দিল রাজ্য সরকার

জিনিসপত্রের দাম কমাতে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তৈরি হয়েছে টাস্ক ফোর্স। অথচ জেলায় জেলায় দাম নিয়ন্ত্রণকারী বাজার কমিটিগুলিই কার্যত নিষ্ক্রিয়। সেগুলি এখন দুর্নীতির আখড়া। ফলে প্রতিদিনই বাড়ছে দাম।

দেরিতে হলেও সরকারের ঘুম ভাঙল। ভাঙা হল রাজ্যের সব কটি নিয়ন্ত্রিত বাজার কমিটি। দুর্নীতির আখড়া হয়ে কার্যত নিষ্ক্রীয় হয়ে গিয়েছিল রাজ্যের বিয়াল্লিসটি নিয়ন্ত্রিত বাজার কমিটি। দাম কমাতে পদক্ষেপ তো দূরের কথা, কমছিল সরকারের আয়। তাই পুরনো কমিটি ভেঙে নয়া কমিটি গড়ছে রাজ্য। মন্ত্রীর দাবি, বাম আমল থেকেই ঘুঘুর বাসায় পরিণত হয়েছিল এই বাজার কমিটিগুলি।     

আগে রাজ্যের একাধিক মহকুমায় নিয়ন্ত্রিত বাজার কমিটি ছিল। সে জন্য বিক্রেতাদের লেভি দিত হত একই জেলায় একাধিকবার। এখন মহকুমা নয়, প্রত্যেক জেলায় থাকবে একটিই কমিটি। বিক্রেতারা লেভিও দেবেন এক জায়গাতেই। ফলে দাম কিছুটা কমবে। কমবে দুর্নীতিও।  

 

.