ভোলবদল! পুরভোটে কেন্দ্রীয় বাহিনীতে আর আপত্তি নেই রাজ্য সরকারের
হঠাত্ ভোলবদল। পুরভোটে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে রাজি রাজ্য সরকার। একথা নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে জানিয়েও দেওয়া হয়েছে। ভোট-প্রসঙ্গে আলোচনার জন্য শনিবার সর্বদল বৈঠক ডেকেছে কমিশন। পুরভোটে কেন্দ্রীয় বাহিনী আসছে কী? এ প্রশ্ন করতেই বৃহস্পতিবার সকালে মন্ত্রী সুব্রত মুখার্জি বলেছিলেন, এই দাবি হাস্যকর।
ব্যুরো: হঠাত্ ভোলবদল। পুরভোটে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে রাজি রাজ্য সরকার। একথা নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে জানিয়েও দেওয়া হয়েছে। ভোট-প্রসঙ্গে আলোচনার জন্য শনিবার সর্বদল বৈঠক ডেকেছে কমিশন। পুরভোটে কেন্দ্রীয় বাহিনী আসছে কী? এ প্রশ্ন করতেই বৃহস্পতিবার সকালে মন্ত্রী সুব্রত মুখার্জি বলেছিলেন, এই দাবি হাস্যকর।
মন্ত্রীর মুখে এক কথা। সরকারের কাজ ঠিক উল্টো। এদিনই স্বরাষ্ট্রসচিব চিঠি দিয়ে নির্বাচন কমিশনারকে জানিয়েছেন, পুরভোটে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে রাজি সরকার। কেন্দ্রের সঙ্গেও এনিয়ে কথা হচ্ছে।
কেন্দ্রীয় বাহিনী নিয়ে কয়েক মাস ধরেই সরকার-বিরোধী টানাপোড়েন চলছিল। কমিশনও সায় দেয় কেন্দ্রীয় বাহিনীতে। কিন্তু অনড় ছিল সরকার। আদালতে যাওয়ার হুমকি পর্যন্ত দেন নির্বাচন কমিশনার। প্রশ্ন উঠছে, অতীতের আদালত অস্বস্তি এড়াতেই কি অবস্থান বদল রাজ্যের?
এদিনই নির্বাচন কমিশনে যায় তৃণমূলের প্রতিনিধি দল। ভোটগ্রহণের সময়সীমা বাড়ানোর আর্জি জানান তাঁরা।
মনোনয়নপত্র জমা দেওয়ায় সমস্যা সহ নানা ইস্যুতে বাম প্রতিনিধিদলও কমিশনের সঙ্গে দেখা করে।
শনিবার ভোট সংক্রান্ত আলোচনার জন্য সর্বদল বৈঠক ডেকেছে কমিশন।