SSC Scam, TMC Stand: টাকার সঙ্গে তৃণমূল-যোগ নেই, পার্থর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা: কুণাল

কুণাল ঘোষ বলেন, আমরা সাফ জানাচ্ছি, সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস আইন ও আদালতের উপরে পূর্ণ আস্থা রাখে

Updated By: Jul 23, 2022, 07:33 PM IST
SSC Scam, TMC Stand: টাকার সঙ্গে তৃণমূল-যোগ নেই, পার্থর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা: কুণাল

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইন-আদালতের উপরে ভরসা রয়েছে। পার্থর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেবে দল। পার্থ চট্টোপাধ্য়ায় গ্রেফতারের পর এনিয়ে মুখ খুলল তৃণমূল কংগ্রেস। তবে উদ্ধার হওয়া ওই বিপুল টাকার উত্স কী, এই প্রশ্নও তুলে দিলেন কুণাল ঘোষ।

শুক্র থেকে শনি। ঘটনাবহুল রাজ্য রাজনীতি। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা ও তাঁকে ঘণ্টার পর ঘণ্টা জেরার পর শনিবার গ্রেফতার। পাশাপাশি পার্থর সহযোগী অর্পিতা মুখোপাধ্য়ায়ও গ্রেফতার। এর মধ্যেই ক্যামাক স্ট্রিটে তৃণমূলের শীর্ষ নেতাদের বৈঠক। আর তার পরই সংবাদমাধ্যমের মুখোমুখী হলেন কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য ও অরূপ বিশ্বাস।

এদিন সাংবাদিক সম্মেলনে কুণাল ঘোষ বলেন, এক ভদ্র মহিলার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে। ইডির ট্যুইট থেকে তা জানতে পেরেছি। এনিয়ে তৃণমূলের বক্তব্য স্পষ্ট, ওই টাকার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও সম্পর্ক নেই। যার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে তার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। তিনি তৃণমূলের কেউ নন। যার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে তিনি বা তাঁর আইনজীবী এর উত্তর দিতে পারবেন।

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির ব্যাখ্যা দিতে গিয়ে কুণাল ঘোষ বলেন, দেখতে পাচ্ছি টাকা উদ্ধারের সঙ্গে কোনওভাবে একটা সম্পর্কের কথা বলে গ্রেফতার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। আমরা সাফ জানাচ্ছি, সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস আইন ও আদালতের উপরে পূর্ণ আস্থা রাখে। বিষয়টি এখন আদালতে গিয়েছে। এর আগে আমরা দেখেছি কেন্দ্রীয় এজেন্সির তদন্ত খুব দীর্ঘ মেয়াদী হয়। ওই টাকার উত্স কী? যত তাড়াতাড়ি সম্ভব ওই তদন্ত শেষ করা হোক। যেখানে নোটবন্দি চলছিল সেখানে ওই বিপুল নগদ টাকা, কালো টাকা এল কী করে? সেটাও তদন্ত করে দেখা দরকার। বিচারে যদি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয় তাহলে তৃণমূল কংগ্রেস দলগতভাবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। 

আরও পড়ুন-কোনও অন্যায় করিনি; আমাকে ফাঁসানো হয়েছে,গ্রেফতার হয়ে চিত্কার পার্থ ঘনিষ্ঠ অর্পিতার 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.