SSC Scam: পার্থ ঢুকতেই আদালত চত্বরে উঠল চোর চোর স্লোগান, পাল্টা জবাবও দিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী

SSC Scam:গত ২ আগস্ট জোকা ইএসআই হাসপাতালে পার্থকে লক্ষ্য করে জুতো ছোড়েন এক মহিলা। এদিন সকালে মেডিক্য়াল পরীক্ষার জন্য পার্থ চট্টোপাধ্যায়কে আনা হয় জোকা ইএসআই হাসপাতালে। সঙ্গে ছিলেন অর্পিতা মুখোপাধ্যায়ও

Updated By: May 8, 2023, 06:01 PM IST
SSC Scam: পার্থ ঢুকতেই আদালত চত্বরে উঠল চোর চোর স্লোগান, পাল্টা জবাবও দিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে আজ  আদালতে আনতেই আদালত চত্বরে উঠল চোর চোর স্লোগান। এনিয়ে তুমুল শোরগোল শুরু হয়ে যায়। ভিড় সামলে তাঁকে কোনওক্রমে আদালতে ঢুকিয়ে দেন পুলিস কর্মীরা। তবে পার্থর দাবি, সব সাজানো নাটক।

আরও পড়ুন-জনসংযোগ যাত্রায় জেলা সফরে অভিষেক, আলিপুর আদালতে এসে বড় কথা বলে দিলেন পার্থ

নিয়োগ দুর্নীতি মামলায় আজ তাঁকে আদালতে আনা হবে জেনেই আদালত চত্বরে ভিড় করেছিলেন সংবাদমাধ্যমের কর্মী ও সাধারণ মানুষ। এদিন গাড়ি থেকে আদালত চত্বরে নামতেই তাঁর গাড়ির সামনে ছুটে আসেন একদল মানুষ। তাঁরা স্লোগান তোলেন, চোর চোর পার্থ চোর। চোর আসছে। পার্থ তুই কত খেলি। যোগ্য প্রার্থীদের ভবিষ্যত নষ্ট করেছেন পার্থ। গরিব মানুষদের অভিশাপ লাগবে। পুলিস ওইসব বিক্ষোভকারীদের কোনওক্রমে সরিয়ে নিয়ে যান।

পুলিসের ঘেরাটোপে আদালতে পার্থকে নিয়ে আসা হয়। সেইসময় সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে পার্থ বলেন, সব সাজানো নাটক। এসব সাজানো নাটক। ওই কথা বলেই পার্থ আদালতে ঢুকে যান। এদিকে, শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে পার্থ বলেন, যে ভাবে জেলে থাকার কথা সেভাবে থাকতে পারছি না।  প্রসঙ্গত, কীভাবে তিনি থাকতে চাইছেন তা স্পষ্ট করেননি।

এদিকে, এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ কর্মসূচি নিয়েও মুখ খোলেন পার্থ। বলেন, তখনই পার্থ বলেন, তৃণমূলের নবজোয়ারে জনজোয়ার এসেছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় তৃণমূলের প্রার্থী বাছাইকে কেন্দ্র করে গন্ডগোল হয়েছে। এনিয়ে পার্থ বলেন, তৃণমূলের জনসংযোগ কর্মসূচিতে সফলতা আসবে। এর আগেও  তৃণমূলের নবজোয়ার কর্মসূচি সফল হবে বলে মন্তব্য করেন। বিভিন্ন কথা বলার পাশাপাশি এদিন রবীন্দ্রনাথের একটি কবিতার কয়েকটি লাইনও আবৃত্তি করেন। সেটি হল, মসি লেপি দিল তবু ঢাকিল না ছবি/ অগ্নি দিল তবু গলিল না সোনা।

গত ২ আগস্ট জোকা ইএসআই হাসপাতালে পার্থকে লক্ষ্য করে জুতো ছোড়েন এক মহিলা। এদিন সকালে মেডিক্য়াল পরীক্ষার জন্য পার্থ চট্টোপাধ্যায়কে আনা হয় জোকা ইএসআই হাসপাতালে। সঙ্গে ছিলেন অর্পিতা মুখোপাধ্যায়ও। হাসপাতাল থেকে যখন বেরোচ্ছিলেন, তখন অপসারিত মন্ত্রীকে লক্ষ্য করে ছুতো ছোড়েন আমতলার বাসিন্দা  শুভ্রা ঘোড়ুই। সেই জুতো অবশ্য় গায়ে লাগেনি পার্থের। 

সম্প্রতি জেলেও কিছু সমস্যায় পড়ছেন পার্থ চট্টোপাধ্য়ায়। গত ২২ ফেব্রুয়ারি তাঁকে লক্ষ্য করে মগভর্তি আবর্জনা ছোড়ে জঙ্গি মুসা। সেই আবর্জনা এড়াতে মাটিতে পড়ে যান পার্থ। এনিয়ে জোর হইচই শুরু হয়ে যায়। কীভাবে ঘটল এমন ঘটনা? এদিকে বিকেলে জেলের লকআপে বন্দিদের ঢোকাচ্ছিলেন জেল পুলিসকর্মীরা। বর্তমানে পার্থ চট্টোপাধ্য়ায় রয়েছেন ২ নম্বর সেলে। আর জঙ্গি মুসা রয়েছে সাত নম্বর সেলে। পার্থকে জেলের কর্মীরা বলেন তার সেলে চলে যেতে। কিন্তু তিনি বলেন, আর একটু ঘোরাঘুরি করে তিনি সেলে যাবেন। এনিয়ে পুলিসকর্মীদের সঙ্গে যখন পার্থ কথা বলছিলেন সেইসময় একট মগে শৌচালয়ের আবর্জনা নিয়ে পার্থর দিকে ছুড়ে দেয় মুসা। সেই আবর্জানা এড়াতে গিয়ে টাল সামলাতে পারেননি পার্থ। মুখ থুবড়ে পড়ে যান। তাঁর থুথনি, মুখ ও বুকে আঘাত লাগে। সঙ্গে সঙ্গে চিকিত্সকরা তাঁকে দেখেন। তাকে একটি টিটেনাস ইনজেকশন দেওয়া হয়। আপাতত তিনি ভালো রয়েছেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.