সৃঞ্জয়ের লকআপে পৌঁছল তোষক, বালিস

সল্টলেকের CGO কমপ্লেক্সে সৃঞ্জয় বসুকে জেরা করছেন CBI আধিকারিকরা। শনিবারই তাঁকে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত CBI হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। বিচারকের কাছে সৃঞ্জয় বসুর আবেদন ছিল, তিনি ডায়াবিটিসে ভুগছেন। উচ্চ রক্তচাপ এবং স্পন্ডিলোসিসও রয়েছে।

Updated By: Nov 23, 2014, 01:21 PM IST
সৃঞ্জয়ের লকআপে পৌঁছল তোষক, বালিস

কলকাতা: সল্টলেকের CGO কমপ্লেক্সে সৃঞ্জয় বসুকে জেরা করছেন CBI আধিকারিকরা। শনিবারই তাঁকে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত CBI হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। বিচারকের কাছে সৃঞ্জয় বসুর আবেদন ছিল, তিনি ডায়াবিটিসে ভুগছেন। উচ্চ রক্তচাপ এবং স্পন্ডিলোসিসও রয়েছে।

তাই থানার লক আপে তাঁকে শোয়ার জন্য তোষক ও বালিশ দেওয়া হয়। বিচারক সে আর্জি মঞ্জুর করায় শনিবার রাতে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার লক আপে সৃঞ্জয়কে শোয়ার জন্য তোষক ও বালিশ দেওয়া হয়েছিল। আজ সকালেই সিজিও কমপ্লেক্সে এসে সৃঞ্জয়কে কিছু জামাকাপড় ও কিছু জিনিসপত্র দিয়ে যান তাঁর পরিবারের লোকেরা।  

শুক্রবার সারদাকাণ্ডে ষড়যন্ত্রের অভিযোগে তৃণমূল সাংসদ সৃঞ্জয় বসুকে গ্রেফতার করে সিবিআই।

 

.