বাবার বিরুদ্ধে মায়ের খুনের অভিযোগ দায়ের ছেলের
আগুনে পুড়ে মায়ের মর্মান্তিক মৃত্যুর পর মাথায় আগুন চেপেছে বছর সতেরোর প্রতাপের। বাবার বিরুদ্ধে খুনের অভিযোগে থানা- লালবাজার ঘুরে এখন সে জাতীয় মানবাধিকার কাউন্সিলের দ্বারস্থ। প্রভাবশালী বাবা ও আত্মীয়েরা প্রতাপের মায়ের মৃত্যুকে আত্মহত্যা বললেও মানতে রাজি নয় ওই কিশোর। মায়ের মৃত্যুর বিচারই এখন পাখির চোখ প্রতাপের।
কলকাতা: আগুনে পুড়ে মায়ের মর্মান্তিক মৃত্যুর পর মাথায় আগুন চেপেছে বছর সতেরোর প্রতাপের। বাবার বিরুদ্ধে খুনের অভিযোগে থানা- লালবাজার ঘুরে এখন সে জাতীয় মানবাধিকার কাউন্সিলের দ্বারস্থ। প্রভাবশালী বাবা ও আত্মীয়েরা প্রতাপের মায়ের মৃত্যুকে আত্মহত্যা বললেও মানতে রাজি নয় ওই কিশোর। মায়ের মৃত্যুর বিচারই এখন পাখির চোখ প্রতাপের।
জয়ন্তী বসাকের কুড়ি বছরের দাম্পত্য জীবন সুখের ছিল না। স্বামীর অত্যাচার,খুনের হুমকি ছিল নিত্যসঙ্গী। আগুনে পুড়ে গতমাসের একুশ তারিখ জয়ন্তীদেবীর মৃত্যু হয়। শরীরের প্রায় নব্বই শতাংশ পুড়ে গিয়েছিল। প্রথমে জানা গিয়েছিল, স্টোভ ফেটে আগুন লেগে যায় জয়ন্তী বসাকের গায়ে। কিন্তু, আসল রহস্য ফাঁস করলেন ছেলে প্রতাপ।
প্রতাপের একটাই দাবি,দোষীর শাস্তি চাই। তাই মায়ের মৃত্যুর পর থেকেই বাবার বিরুদ্ধে সরব ছেলে। আপাতত প্রতাপের প্রভাবশালী বাবা পলাতক। আর অভিযোগ, ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টায় ব্যস্ত নিকট আত্মীয়েরা।