কলকাতায় থকেও বিজেপির ডাক পেলেন না গুরুং
কখন তোমার আসবে টেলিফোন...এই আশাতেই কলকাতায় বসেছিলেন গোর্খা সভাপতি বিমল গুরুং। তবে শেষ অবধি বিজেপির সভার ডাক পেলেন না। সমতলের ভোটের কথা মাথায় রেখে, পাহাড়ের ভোটসঙ্গীকে ডাকার কোনওরকম ঝুঁকি নেয়নি বিজেপি।
কলকাতা: কখন তোমার আসবে টেলিফোন...এই আশাতেই কলকাতায় বসেছিলেন গোর্খা সভাপতি বিমল গুরুং। তবে শেষ অবধি বিজেপির সভার ডাক পেলেন না। সমতলের ভোটের কথা মাথায় রেখে, পাহাড়ের ভোটসঙ্গীকে ডাকার কোনওরকম ঝুঁকি নেয়নি বিজেপি।
শনিবার দুপুরেই কলকাতায় এসে যান বিমল গুরুং, বিনয় তামাং। একবার ডাকিলেই বিজেপির সভায় যাওয়ার জন্য তৈরি ছিলেন। কিন্তু ডাকল না বিজেপি। লোকসভা আসন জিততে গোর্খাল্যান্ডপন্থীদের হাওয়া দেওয়া তখন যতটা সহজ ছিল, এখন তার উল্টো। বাংলার মসনদ দখলের স্বপ্ন দেখতে শুরু করা বিজেপি-র কাছে সমতলের ভোট এখন প্রধান বালাই। ফলে গুরুং-দের কপালে নেমন্তন্ন জুটল না। গুরুং অবশ্য দাবি করছেন, শুধু পুজো দিতেই আসা।
এরই মাঝে অমিত শাহ নিয়ে সাংবাদিকদের প্রশ্ন যেন কাটা ঘায়ে নুনের ছিটে। কী আর বলবেন গুরুং! এসব ক্ষেত্রে আঙ্গুরফল যে টক হয়, কে না জানে!