প্রথমে পুলিস পরিচয় দিয়ে সোনার গয়না খুলে রাখার পরামর্শ, ফের তা নিয়ে চম্পট! অভিনব ছিনতাই

বৃহস্পতিবার সকালে মিতা মজুমদার নামে এক মহিলা ছেলেকে দেখতে হাসপাতাল যাচ্ছিলেন।  তাঁর বয়ান অনুযায়ী, সেই সময় দুটি বাইক করে চার বাইক আরোহী তাঁদের রাস্তা আটকায়।  মিতাদেবীকে তারা বলে যে কেন তিনি এই অবস্থায় রাস্তায় সোনার গয়না পরে বেরিয়েছেন।  নিজেদের পুলিস আধিকারিক বলে পরিচয় দেয়।

Updated By: Jun 25, 2020, 01:55 PM IST
প্রথমে পুলিস পরিচয় দিয়ে সোনার গয়না খুলে রাখার পরামর্শ, ফের তা নিয়ে চম্পট! অভিনব ছিনতাই
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন:  অভিনব কায়দায় ছিনতাই যশোর রোডে। পুলিসের পরিচয় দিয়ে অত্যন্ত কৌশলে মহিলার সোনার গয়না নিয়ে চম্পট! সিসিটিভিতে ধরা পড়ল গোটা দৃশ্য।

বৃহস্পতিবার সকালে মিতা মজুমদার নামে এক মহিলা ছেলেকে দেখতে হাসপাতাল যাচ্ছিলেন।  তাঁর বয়ান অনুযায়ী, সেই সময় দুটি বাইক করে চার বাইক আরোহী তাঁদের রাস্তা আটকায়।  মিতাদেবীকে তারা বলে যে কেন তিনি এই অবস্থায় রাস্তায় সোনার গয়না পরে বেরিয়েছেন।  নিজেদের পুলিস আধিকারিক বলে পরিচয় দেয়।

 এরপর মিতাদেবীকে সোনার গয়না খুলে ব্যাগের ভিতর রাখার পরামর্শও দেয় তারা। ওই মহিলা ব্যাগের ভিতর সোনার জিনিস খুলে রেখে গাড়ি নিয়ে আবার ডাক্তারখানার দিকে রওনা দেন। এরপর বাইক আরোহীরা ফের মিতাদেবীর পথ আটকায় আর বলে আপনার নাম ও কী কী জিনিস  ব্যাগে রাখলেন তা খাতায় লিখতে হবে।

আরও পড়ুন: ফি কমানোর দাবিতে একই দিনে কলকাতার দু'প্রান্তে দুই বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলে বিক্ষোভ

মিতাদেবী সোনার গয়নাগুলি ব্যাগ থেকে বার করতেই, তা নিয়ে চম্পট দেয় বাইক আরোহীরা। ঘটনার তদন্তে বিমান বন্দর থানার পুলিস। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিস।

.