শিলাদিত্যকে নিয়ে রাজ্যকে নিজেদের অবস্থান জানানোর নির্দেশ কোর্টের

শিলাদিত্য চৌধুরীকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে কী ভাবছে রাজ্য সরকার? সোমবারের মধ্যে এই নিয়ে রাজ্যকে নিজেদের অবস্থান জানাতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শিলাদিত্য চৌধুরীকে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল মানবাধিকার কমিশন। কিন্তু ক্ষতিপূরণ না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন শিলাদিত্য। তার পরেই আজ রাজ্যকে এই নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।

Updated By: Dec 12, 2013, 12:40 PM IST

শিলাদিত্য চৌধুরীকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে কী ভাবছে রাজ্য সরকার? সোমবারের মধ্যে এই নিয়ে রাজ্যকে নিজেদের অবস্থান জানাতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শিলাদিত্য চৌধুরীকে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল মানবাধিকার কমিশন। কিন্তু ক্ষতিপূরণ না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন শিলাদিত্য। তার পরেই আজ রাজ্যকে এই নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।

গত বছর ৮ অগাস্ট বেলপাহাড়ির সভামঞ্চ থেকে শিলাদিত্য চৌধুরীকে `মাওবাদী` আখ্যা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ও আক্রমণাত্মক ভুমিকায় শিলাদিত্যকে সরাসরি মাওবাদী এজেন্ট বলে অভিহিত করেছিলেন।

পুলিস ১০ অগাস্ট তাঁকে গ্রেফতার করে এবং শিলাদিত্যর বিরুদ্ধে ৩৩২, ৩৩৩, ৩৫৩, ৪৪৭ এবং ৫০৬ ধারায় মামলায় অভিযুক্ত করে। এর মধ্যে প্রথম ৩টি ধারা ছিল জামিন অযোগ্য এবং পরের দুটি জামিন যোগ্য। তাঁর বিরুদ্ধে সরকারি কর্মীকে মারধর, কাজে বাধা, প্রাণে মেরে ফেলার হুমকিসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছিল।

.